Ajker Patrika
হোম > অপরাধ > চট্টগ্রাম

চট্টগ্রামে অটোচালককে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে অটোচালককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামের বাদুরতলায় কথা-কাটাকাটির জেরে এক সিএনজিচালিত অটোরিকশার চালককে ছুরিকাঘাতে হত্যা করেছেন স্থানীয় এক যুবক। নিহত অটোচালকের নাম মো. নুরুল হক (৫৩)। গতকাল বুধবার দুপুর দেড়টায় এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নুরুল হক নগরের বাকলিয়ার মিয়াখান নগরের স্থানীয় হলেও চান্দগাঁওয়ের খাজা রোডের পাক্কার দোকানের পাশে একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। তাঁর স্ত্রীর করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত যুবক জনিকে। তিনি নগরের শুলকবহর এলাকার স্থানীয় বাসিন্দা। 

এ ঘটনায় অভিযুক্ত মো. জনি (৩৬) নামের ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘অটোরিকশি রেখে একটি দোকানে চা খেতে গিয়েছিলেন নুরুল হক। সেখানে জনির সঙ্গে তাঁর ধাক্কা লাগলে শুরু হয় কথা-কাটাকাটি। এর জেরেই জনি ছুরি দিয়ে নুরুল হককে ছুরিকাঘাত করে। সেখানে গুরুতর জখমে আহতাবস্থায় তাঁকে চমেক হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। রাতে সেখানে তিনি মারা যান।’

মামলার তদন্ত কর্মকর্তা (উপপরিদর্শক) নুরুল আলম বলেন, ‘জনি এলাকায় বখাটে হিসেবে পরিচিত। তাকে আমরা গ্রেপ্তার করেছি। এ ঘটনায় ১৬৪ ধারায় তার জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া চলছে।’

নোয়াখালীতে কলেজছাত্রীকে হেনস্তা, প্রতিবাদে সড়ক অবরোধ

দরজিপাড়ায় ঈদের ব্যস্ততা

চট্টগ্রামে আরও ৪১ জন গ্রেপ্তার

শাহ আমানতে সৌদিফেরত যাত্রী থেকে ৫০ লাখ টাকার স্বর্ণ জব্দ

আমাকে থানায় নিতে ওসিকে আসতে হবে, সেই ছাত্রদল নেতা কারাগারে

হাটবাজারের ইজারা নিয়ে নোয়াখালীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে বন্ধুকে ছুরিকাঘাতে খুন

বান্দরবানে রিসোর্টে গৃহবধূকে গণধর্ষণ, স্বামীসহ আটক ২

লক্ষ্মীপুরে দিনের বেলায় পানাহার করায় কান ধরে ওঠবস, দোকান বন্ধের হুঁশিয়ারি

মুয়াজ্জিনকে তুলে নিয়ে ‘পায়ে গুলি’, ১০ বছর পর ওসিসহ ৪৬ জনের বিরুদ্ধে মামলা