হোম > অপরাধ > চট্টগ্রাম

চট্টগ্রামে অটোচালককে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বাদুরতলায় কথা-কাটাকাটির জেরে এক সিএনজিচালিত অটোরিকশার চালককে ছুরিকাঘাতে হত্যা করেছেন স্থানীয় এক যুবক। নিহত অটোচালকের নাম মো. নুরুল হক (৫৩)। গতকাল বুধবার দুপুর দেড়টায় এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নুরুল হক নগরের বাকলিয়ার মিয়াখান নগরের স্থানীয় হলেও চান্দগাঁওয়ের খাজা রোডের পাক্কার দোকানের পাশে একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। তাঁর স্ত্রীর করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত যুবক জনিকে। তিনি নগরের শুলকবহর এলাকার স্থানীয় বাসিন্দা। 

এ ঘটনায় অভিযুক্ত মো. জনি (৩৬) নামের ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘অটোরিকশি রেখে একটি দোকানে চা খেতে গিয়েছিলেন নুরুল হক। সেখানে জনির সঙ্গে তাঁর ধাক্কা লাগলে শুরু হয় কথা-কাটাকাটি। এর জেরেই জনি ছুরি দিয়ে নুরুল হককে ছুরিকাঘাত করে। সেখানে গুরুতর জখমে আহতাবস্থায় তাঁকে চমেক হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। রাতে সেখানে তিনি মারা যান।’

মামলার তদন্ত কর্মকর্তা (উপপরিদর্শক) নুরুল আলম বলেন, ‘জনি এলাকায় বখাটে হিসেবে পরিচিত। তাকে আমরা গ্রেপ্তার করেছি। এ ঘটনায় ১৬৪ ধারায় তার জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া চলছে।’

কুমিল্লায় নাশকতার মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি

এইচএসসির ফল জালিয়াতি: সাবেক সচিবসহ ৪ জনের নামে মামলা

চালের দাম আর বাড়বে না: খাদ্য উপদেষ্টা

পাহাড়ে ভুট্টার আড়ালে গাঁজা চাষ, ৫০ লাখ টাকার গাঁজা ধ্বংস

মাহুতের মমতায় বেড়ে উঠছে ‘বীর বাহাদুর’

ফেনীতে যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

টেকনাফে পরিত্যক্ত নৌকায় মিলল জি–৩ রাইফেল–কিরিচ

মালয়েশিয়া পাঠানোর প্রস্তুতিকালে ১৯ রোহিঙ্গাকে উদ্ধার, গ্রেপ্তার ৩

রাউজানে ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক রাফির ওপর হামলার অভিযোগ

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন গ্রেপ্তার

সেকশন