কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে পর্যটক নারীকে ধর্ষণের ঘটনায় আরও একজন আসামি ইসরাফিল হুদা জয়কে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের উপমহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ মুসলিম। ভুক্তভোগী নারীর স্বামীর করা মামলায় জয়ার নাম ৩ নম্বরে ছিল।
জানা যায়, আজ ভোর সাড়ে ৫টার দিকে চকরিয়া বাসস্ট্যান্ড থেকে ইসরাফিল হুদা জয়কে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এই মামলার প্রধান আসামি আশিকুল ইসলামসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজন এজাহারনামীয় আসামি। এজাহারে থাকা অন্য আসামি মো. বাবুকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ট্যুরিস্ট পুলিশের সহকারী এসপি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, র্যাবের হাতে মাদারীপুর থেকে গ্রেপ্তার হওয়া প্রধান আসামি আশিকুলকে নিজেদের হেফাজতে আনতে আদালতে আবেদন করা হয়েছে।