Ajker Patrika
হোম > অপরাধ > চট্টগ্রাম

স্বামী বিদেশ চলে যাওয়ায় স্ত্রীর আত্মহত্যা

প্রতিনিধি, (মাটিরাঙ্গা) খাগড়াছড়ি

স্বামী বিদেশ চলে যাওয়ায় স্ত্রীর আত্মহত্যা

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় স্বামী বিদেশ চলে যাওয়ায় অভিমান করে জান্নাতুল ফেরদৌস (২৩) নামের এক গৃহবধু বিষপান করে আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পূর্ব হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানান, গুইমারা উপজেলার পূর্ব হাজীপাড়ার বাসিন্দা মো. আলী হায়দারের স্ত্রী জান্নাতুল ফেরদৌস বিষপান করে ছটফট করছিল। এটি দেখে পরিবারের লোকজন জান্নাতুল ফেরদৌসকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আজ বুধবার সকালে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।    

নিহতের শ্বশুরবাড়ির সদস্যরা জানান, আলী হায়দার গত কিছুদিন পূর্বে বিদেশ থেকে ছুটিতে দেশে আসেন। এরপর লকডাউনের কারণে বিমান চলাচল বন্ধ থাকায় তিনি আর কর্মস্থলে ফিরতে পারেননি। সম্প্রতি বিমান চলাচল শুরু হওয়ার ঘোষণায় চাকরি রক্ষার্থে গত তিন দিন আগে তিনি বিদেশ যেতে টিকিট কনফার্ম করেন।  

এদিকে স্বামীকে আরও কিছুদিন দেশে থাকতে চাপ প্রয়োগ করেন স্ত্রী জান্নাতুল ফেরদৌস। কিন্তু কর্ম রক্ষার্থে গতকাল মঙ্গলবার বিকেল ৪টার বিমানে আলী হায়দার দেশ ত্যাগ করেন। স্বামী বিদেশ চলে যাচ্ছে শুনে স্ত্রী জান্নাতুল ফেরদৌস তাঁর বাবার বাড়ি মাটিরাঙ্গা উপজেলার নতুন পাড়া থেকে শ্বশুর বাড়ি গুইমারাতে আসেন এবং বিকেল ৪টায় স্বামী বিমানে চলে গেছেন নিশ্চিত হওয়ার পর অভিমানে বিষপানে আত্মহত্যা করেন। 

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কাপ্তাইয়ে পানির সংকট, শুধু এক ইউনিটে বিদ্যুৎ উৎপাদন

শহীদ সামাদ ভাইদের স্বপ্ন আমাদের পূরণ করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

চকরিয়ায় থানার ফটকে সাংবাদিককে মারধর করে ছিনতাই

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত

উপদেষ্টার প্রতিশ্রুত দুই দিন শেষ, কাটেনি তেলের সংকট

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

চট্টগ্রামে ওয়াসার পানিতে লবণাক্ততায় ক্যাবের উদ্বেগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: দুই মামলায় দুজন কারাগারে

কমলনগরে স্ত্রীর যৌতুক মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে

শিকার শেষে জবাই ৭০০ পাখি, তিনজন গ্রেপ্তার