হোম > অপরাধ > চট্টগ্রাম

বিরল প্রজাতির বানর ও প্যাঁচা উদ্ধার, চারজনের দণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে পাচারের সময় দুইটি লজ্জাবতী বানর ও একটি প্যাঁচা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় চারজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। 

আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে লোহাগাড়া উপজেলার বার আউলিয়া ডিগ্রী কলেজ গেট সংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. মোবারক হোসেন (২৭), সাদ্দাম হোসেন (২৭), মো. মহিউদ্দিন (২৪) ও মো. আজাহার সিকদার (৪০)। 

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, বান্দরবার জেলার আলীকদম থেকে দুটি লজ্জাবতী বানর ও একটি প্যাঁচা পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় নেওয়া হয়। ভবর পেয়ে পুলিশ বন্যপ্রাণী উদ্ধারসহ চারজনকে আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। 

ওসি জানান, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। বিরল প্রজাতির প্রাণীগুলো ডুলাহাজরা সাফারি পার্কে পাঠানোর জন্য রেঞ্জ কর্মকর্তা মো. মাহমুদ হোসেনের জিম্মায় দেওয়া হয়েছে বলেও জানান ওসি। 

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ