হোম > অপরাধ > চট্টগ্রাম

মেয়ের সঙ্গে ঝগড়ার জেরে ৮ বছরের শিশুকে খুন করলেন বাবা: পুলিশ 

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

সমবয়সী দুই শিশুর মাঝে খেলাধুলার সময় ঝগড়া হয়। সেই জের ধরে খুন করা হয়েছে নোয়াখালীর চাটখিল উপজেলার আট বছরের শিশু ফিহা আক্তারকে। ওই ঘটনায় গ্রেপ্তার মিজানুর রহমান সেন্টুকে (৩০) প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে এ তথ্য দিয়েছে পুলিশ।

গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার বিকেলে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁকে সোপর্দ করা হয়েছে।

এর আগে, গত ২৬ নভেম্বর রাত ১১টার দিকে জষড়া গ্রামের মোল্লা বাড়িসংলগ্ন এলাকার একটি পুকুরপাড় থেকে পুলিশ ফিহা আক্তারের লাশ উদ্ধার করে।

নিহত ফিহা আক্তার (৮) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জষড়া গ্রামের সালামত পাটোয়ারী বাড়ির ফারুক হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

গ্রেপ্তার মিজানুর রহমান সেন্টু (৩০) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জষড়া গ্রামের মোল্লা বাড়ির বাসিন্দা।

সেন্টুর প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ১৫ দিন আগে গ্রেপ্তার সেন্টুর মেয়ে তানহার সঙ্গে খেলাধুলা করার সময় ঝগড়া হয় ফিহার। এ ঝগড়ার জের ধরে ফিহাকে তার বাড়িতে মারতে যায় সেন্টু। তখন ফিহার মা মেয়েকে নিজে শাসন করার কথা বলে সেন্টুকে বাধা দেন।

এরপর গত রোববার বিকেলের দিকে বাড়ির পাশের খেতে বাবাকে খোঁজ করতে যায় ফিহা। ওই সময় খেতের পাশে বসা ছিলেন সেন্টু। পরবর্তীতে তার বাবার কাছে নিয়ে যাওয়ার কথা বলে ফিহাকে ডেকে নেয় সেন্টু। একপর্যায়ে সে ফিহাকে নির্মমভাবে হত্যা করে মরদেহ তার বাড়ি থেকে দূরে ফেলে দিয়ে আসে।

এ ঘটনায় ফিহার বাবা ফারুক হোসেন বাদী হয়ে মামলা করেছেন। মামলায় নামীয় আসামি মিজানুর রহমান সেন্টু। তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত