ভারতে পাচারকালে কুমিল্লা সীমান্তে ৮৫০ কেজি ইলিশ জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০২: ৫৫

কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের সীমান্তবর্তী চাঁনপুর ব্রিজ এলাকা দিয়ে ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি।

রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, কুমিল্লা কোতোয়ালি সদর উপজেলার সীমান্তবর্তী চাঁনপুর ব্রিজ এলাকা দিয়ে ভারতে ইলিশ পাচার হবে। 

হাবিলদার জুয়েলের নেতৃত্বে বিজিবির কটকবাজার চেকপোস্টের টহলদল উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি টহলদল বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ করে।  জব্দকৃত ইলিশের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৫২ হাজার টাকা।

টাকার জন্য ইউপি সদস্য আরিফকে অপহরণ করে হত্যা: পিবিআই

লক্ষ্মীপুরের জনেশ্বরদিঘিতে পরিযায়ী পাখির বিচরণ

আল্লাহর আইন শুধু মুসলমান নয় সবার জন্য: জামায়াতের আমির

টেকনাফে নাফ নদীতে কোস্ট গার্ড-মাদক কারবারিদের গোলাগুলি, নিহত ১