হোম > অপরাধ > চট্টগ্রাম

বেগমগঞ্জে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে নাছির উদ্দিন মাসুদ (২৩) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘরের সিঁধ কেটে চুরির চেষ্টার সময় তাঁকে আটক করে পিটুনি দিলে তিনি মারা যান বলে জানায় এলাকাবাসী ও পুলিশ। 

আজ সোমবার সকালে উপজেলার ছয়ানী ইউনিয়নের ভূপতি গ্রামের হোরা কাজীবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত নাছির উদ্দিন মাসুদ উপজেলার আমানউল্লাপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামের জালাল আহমদের ছেলে। 

এলাকাবাসী জানায়, সকালে এলাকায় ছড়িয়ে পড়ে ভূপতি গ্রামের হোরা কাজীবাড়ির সিরাজের ঘরের সামনে একটি মরদেহ পড়ে আছে। খবর পেয়ে গ্রামপুলিশ, ছয়ানী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ এলাকাবাসী ওই বাড়িতে যায়। বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। 

ছয়ানী ইউপি সদস্য মো. ইউছুফ আলী বলেন, ‘গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সিরাজের পরিবার জানায়, রোববার রাত সাড়ে ৩টার দিকে মাসুদ নামের ওই যুবক চুরির উদ্দেশে ঘরের সিঁধ কেটে ভেতরে প্রবেশের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে তাঁরা সাবধান হন এবং সুযোগ বুঝে মাসুদকে আটক করে পিটুনি দেন। পরে তাঁদের চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসে। পিটুনির একপর্যায়ে ঘটনাস্থলে মারা যান মাসুদ। 

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ আলম বলেন, মাসুদ এলাকায় একাধিক চুরির ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনার আগেও সে চুরি করতে গিয়ে কয়েকবার ধরা পড়েছিল বলে নিহতের পরিবারের ও তাঁর এলাকার জনপ্রতিনিধিরা জানিয়েছেন। এর সূত্র ধরে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত রাতে সিরাজের বাড়িতে চুরি করতে গিয়ে পিটুনির শিকার হয়ে তিনি ঘটনাস্থলে মারা গেছেন। 

এই পরিদর্শক আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ