হোম > অপরাধ > চট্টগ্রাম

প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন, আটক ২ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

তুচ্ছ ঘটনার জের ধরে চট্টগ্রাম নগরের চকবাজার থানাধীন ডিসি রোড আবাসিক এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ওই আবাসিক এলাকার ক্রিস্টাল ভিউ কে জি স্কুলের বিপরীতে সড়কের ওপর এ ঘটনা ঘটে। 

জানা যায়, নিহত যুবকের নাম সৌরভ খান সোহাগ। তিনি স্থানীয় হারুনর রশীদের ছেলে এবং পেশায় ওয়াইফাই কেব্‌ল অপারেটর ছিলেন। 

এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান জানান, কথা-কাটাকাটির জের ধরে সৌরভ খান সোহাগকে তাঁর প্রতিবেশী সাকিব নামের আরেক যুবক ছুরিকাঘাত করেন। পরে তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাকিব ও তাঁর বাবা শফিকে আটক করেছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে ক্রিস্টাল ভিউ কে জি স্কুলের বিপরীতে রাস্তার ওপর তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সৌরভ খান সোহাগের (২২) সঙ্গে সাকিবের বাবা শফির তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সোহাগ শফিকে চড় মারেন। শফি তখন তাঁর হাতে থাকা লোহার পাম্পার দিয়ে সোহাগের মাথায় আঘাত করেন। মারামারির সংবাদ পেয়ে শফির ছেলে সাকিব ঘটনাস্থলে এসে সোহাগকে মারধর করেন এবং একপর্যায়ে বুকে ছুরি মারেন। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় লোকজন চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে চকবাজার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শফি ও তাঁর ছেলে সাকিবকে আটক করে।

দাউদকান্দিতে লরিচাপায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত

ফেনীতে বিআরডিবির চেয়ারম্যান হলেন জামায়াত নেতা

খাজনার টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ, সার্ভেয়ারকে পুলিশে সোপর্দ

লক্ষ্মীপুরে খেলার সময় বিদ্যুতায়িত হয়ে ২ স্কুলছাত্রী আহত

চট্টগ্রামে সাবেক এমপি নদভী চার দিনের রিমান্ডে

কুমিল্লায় নাশকতার মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি

এইচএসসির ফল জালিয়াতি: সাবেক সচিবসহ ৪ জনের নামে মামলা

চালের দাম আর বাড়বে না: খাদ্য উপদেষ্টা

পাহাড়ে ভুট্টার আড়ালে গাঁজা চাষ, ৫০ লাখ টাকার গাঁজা ধ্বংস

মাহুতের মমতায় বেড়ে উঠছে ‘বীর বাহাদুর’

সেকশন