নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের চকবাজার থানার খালপাড় এলাকায় এক পথচারীর কাছ থেকে মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন ওমর ফারুক রুবেল (৩১) ও রাশেদ (২৮)। তাঁদের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা রয়েছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ জানান, ৫ জুলাই চক সুপার মার্কেটের ফুলতলার খালপাড় এলাকায় দুই ছিনতাইকারী এক পথচারীকে ছোরা দিয়ে ভয় দেখিয়ে টাকা ও মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় ওই পথচারীর চিৎকারে আশপাশের মানুষ জড়ো হয়ে ওমর ফারুক রুবেলকে আটক করে পুলিশে দেন।
এ ঘটনায় ওই পথচারী বাদী হয়ে চকবাজার থানায় মামলা করলে অভিযান চালিয়ে ছিনতাই চক্রের সহযোগী রাশেদকে গ্রেপ্তার করা হয়। মো. সাকিব নামের আরও একজনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।