Ajker Patrika
হোম > অপরাধ > চট্টগ্রাম

স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা, র‍্যাবের হাতে গ্রেপ্তার আরও দুজন

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা, র‍্যাবের হাতে গ্রেপ্তার আরও দুজন

ফেনীর সোনাগাজীর জমাদার বাজারের স্বর্ণ ব্যবসায়ী অর্জুন ভাদুড়ী হত্যা মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার দিবাগত রাতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার চরদুয়ানী বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মো. রাকিব ও মো. আয়নাল মাল। এর আগে অর্জন হত্যার ঘটনায় গত ৩০ ডিসেম্বর সিসিটিভি ফুটেজের মাধ্যমে জাফর হাওলাদার নামের এক যুবককে মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান জানান, থানায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জাফর হাওলাদরকে শনাক্ত করা হয়। ডাকাতি সংঘটিত হওয়ার সময় ব্যবহৃত মোটরসাইকেলসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। জাফরকে জিজ্ঞাসাবাদে তিনি হত্যা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

ওসি আরও জানান, গত শুক্রবার গভীর রাতে র‍্যাব পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার চরদুয়ানী বাজার এলাকা থেকে রাকিব ও আয়নালকে গ্রেপ্তার করে। এ সময় রাকিবের কাছ থেকে ডাকাতির সময় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে তাঁরা ডাকাতি ও হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। 

অর্জুন চন্দ্র ভাদুড়ী (৫৭) ফেনীর সোনাগাজী এলাকায় স্বর্ণের ব্যবসা করতেন। গত ৩০ অক্টোবর দুপুরে দুটি মোটরসাইকেলে করে আসা চারজন তাঁর স্বর্ণের দোকানে ঢুকে তাঁকে চাপাতি দিয়ে কুপিয়ে স্বর্ণালংকার লুট করে। অর্জুনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাত দলের সদস্যরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। 

অর্জুন চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় অর্জুনের ছেলে ১ নভেম্বর সোনাগাজী থানায় মামলা করেন। 

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত

উপদেষ্টার প্রতিশ্রুত দুই দিন শেষ, কাটেনি তেলের সংকট

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

চট্টগ্রামে ওয়াসার পানিতে লবণাক্ততায় ক্যাবের উদ্বেগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: দুই মামলায় দুজন কারাগারে

কমলনগরে স্ত্রীর যৌতুক মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে

শিকার শেষে জবাই ৭০০ পাখি, তিনজন গ্রেপ্তার

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার