Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

শ্বশুরবাড়ি থেকে যুবককে অপহরণ, গহিন পাহাড় থেকে উদ্ধারের পর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

শ্বশুরবাড়ি থেকে যুবককে অপহরণ, গহিন পাহাড় থেকে উদ্ধারের পর মৃত্যু
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে গহিন পাহাড় থেকে অপহৃত এক যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে নৌবাহিনী। তবে তাঁকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম মোহাম্মদ রাসেল (২৫)।

আজ শনিবার বিকেলে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাসেলের মৃত্যু হয়। তিনি উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া এলাকার আবুল কালামের ছেলে। রাসেলকে তাঁর শ্বশুরবাড়ি থেকে একদল দুর্বৃত্ত অপহরণ করেছিল।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

নৌবাহিনীর কর্মকর্তাদের বরাতে ওসি গিয়াস উদ্দিন বলেন, বেলা ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানি ছড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে রাসেলকে ১০-১৫ জনের একদল দুর্বৃত্ত তুলে নিয়ে যায়। পরে তাঁকে মারধর করতে করতে কচ্ছপিয়া এলাকার গহিন পাহাড়ে তুলে জিম্মি করে রাখে। খবর পেয়ে নৌবাহিনীর একটি দল তাঁকে উদ্ধারে অভিযান চালায়। এ সময় নৌবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ওসি আরও বলেন, ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে অপহৃত যুবককে মুমূর্ষু অবস্থায় পাওয়া যায়। নৌবাহিনীর সদস্যরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান। চিকিৎসকেরা জানিয়েছেন, রাসেলের শরীরের বিভিন্ন অংশে নির্যাতন ও মারধরের চিহ্ন রয়েছে।

গিয়াস উদ্দিন বলেন, অপহরণকারীরা ওই যুবকের স্বজনদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের জন্য হয়তো নির্যাতন চালিয়েছিলেন। তবে এ ঘটনায় তাঁর স্বজনদের কাছ থেকে এখনো অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আটকের চেষ্টা করছে। রাসেলের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিষেধাজ্ঞা ভেঙে মাছ শিকার মেঘনায়

তেল পরিবহনে নিরাপত্তা ঝুঁকি

এবার এস আলমের জামাতার প্রতিষ্ঠানের সম্পত্তি নিলামে

আমরা পার্লামেন্টে যাবই যাব: নাসীরুদ্দীন

সীতাকুণ্ডে কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১০

৫ আগস্টের মতো বুদ্ধি দিয়ে নির্বাচন করবে তরুণেরা: এনসিপি নেতা নাসীরুদ্দীন

মিরসরাইয়ে ১৪৪ ধারা ভেঙে বিএনপির দুপক্ষে সংঘর্ষ, পথচারী আরএফএল কর্মকর্তা নিহত

রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে ধরে পুলিশে সোপর্দ