হোম > অপরাধ > চট্টগ্রাম

কুমিল্লায় বকশিশের ১০০ টাকা নিয়ে দ্বন্দ্বে সহকর্মী খুনের ঘটনায় আসামি গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বকশিশের ১০০ টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে সহকর্মীকে খুনের আসামি গোলাম রাব্বিকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাব। গত বুধবার ওই হত্যার ঘটনায় গতকাল বৃহস্পতিবার আসামিকে গ্রেপ্তার করা হয়। নিহত মো. মারুফ (১৯) সদর দক্ষিণ উপজেলার ঘোষগাঁও কাজী বাড়ির মৃত হাফিজুর রহমানের ছেলে।

র‍্যাবের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, বুধবার সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বেলতলী বাজার এলাকায় এস কে পেট্রলপাম্পে কর্মরত মো. মারুফকে তাঁর সহকর্মী গোলাম রাব্বি ছুরিকাঘাত করেন। তাঁকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাকিব হোসেন বলেন, এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুর এলাকার মো. শাহজাহান মিয়ার ছেলে গোলাম রাব্বিকে আসামি করে মামলা করেন। পরে র‍্যাব গতকাল রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকা থেকে গোলাম রাব্বিকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত মারুফ ও রাব্বি হোসেন প্রায় তিন মাস আগে একসঙ্গে এস কে ফিলিং স্টেশনে চাকরিতে যোগ দেন। শিফট অনুযায়ী ৯ মে রাত ৮টা থেকে ১০ মে সকাল ৮টা পর্যন্ত রাব্বির বদলি হিসেবে দায়িত্ব পালন করেন মারুফ। এ সময় বিভিন্ন যানবাহনের চালকের কাছ থেকে পাওয়া বকশিশের ১০০ টাকার ভাগ দাবি করেন রাব্বি। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাব্বি অফিস কক্ষ থেকে ছুরি এনে মারুফকে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যান।

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

মেঘনা নদীতে মাটি বহনকারী দুই বাল্কহেডসহ আটক ৯

স্বর্ণ ও ইয়াবার বিনিময়ে অনুপ্রবেশ রোহিঙ্গাদের

কক্সবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান জসীমের বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ

পাহাড় কাটা নিয়ে টম অ্যান্ড জেরি খেলতে পারব না: পরিবেশ উপদেষ্টা

ফেনী পলিটেকনিক ছাত্রাবাসে থাকার জন্য লাগবে ডোপ টেস্ট সনদ

বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

বিষাক্ত গ্যাস শোধন পদ্ধতি ‘উদ্ভাবন’ খুদে শিক্ষার্থীদের

বেগমগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে

সেকশন