Ajker Patrika
হোম > অপরাধ > চট্টগ্রাম

রাঙামাটিতে কাঠবোঝাই চলন্ত ট্রাকে সন্ত্রাসীদের গুলি, চালক গুলিবিদ্ধ

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে কাঠবোঝাই চলন্ত ট্রাকে সন্ত্রাসীদের গুলি, চালক গুলিবিদ্ধ

রাঙামাটিতে কাঠবোঝাই চলন্ত ট্রাক (চট্ট মেট্রো-ট ১১-০৭৯৯) লক্ষ্য করে গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। তাতে ট্রাকচালক সৈয়দ আলম (২৬) গুলিবিদ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকালে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের শালবন এলাকায় এ ঘটনা ঘটে।

রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, আহত ট্রাকচালককে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সন্ত্রাসীদের ধরতে পুলিশ ও সেনাবাহিনীর অভিযান চলছে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. শওকত আকবর খান বলেন, আহত ট্রাকচালক পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। গুলিটি তাঁর পা ভেদ করে চলে গেছে। চালক আশঙ্কামুক্ত।

ট্রাকে থাকা আরেক চালক মো. জাকির হোসেন (৪৫) বলেন, ‘সকালে সেগুন কাঠভর্তি ট্রাক নিয়ে ঢাকায় যাচ্ছিলাম। ট্রাকটি সৈয়দ আলম চালাচ্ছিল। আমি পাশের সিটে বসে ছিলাম। ট্রাকটি মানিকছড়ি পার হয়ে সকাল ৯টার দিকে সাপছড়ি মোন পাহাড়ে ওঠার সময় সড়কের পশ্চিম প্রান্ত থেকে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে সন্ত্রাসীরা।’

জাকির হোসেন আরও বলেন, গুলিতে ট্রাকের দুটি চাকা ফুটো হয়ে যায়। অল্পের জন্য ট্রাকটি উল্টে পড়েনি। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। আহত আলমকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাঙামাটি শহরের ট্রাক টার্মিনাল এলাকায় বিক্ষোভ করেন ট্রাকচালক ও শ্রমিকেরা। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তাঁরা। এলাকাবাসীর ধারণা, চাঁদার জন্য সন্ত্রাসীরা এ কাজ করেছে।

কুবি রেজিস্ট্রারকে বাধ্যতামূলক ছুটি, পাবেন না সুযোগ-সুবিধা

২৫০ টাকার জন্য মারামারি, প্রাণ গেল দলিল লেখকের

৯৪৬ শিক্ষার্থীর ৬০০ ফেল, পাস করানোর দাবিতে মহাসড়ক অবরোধ

সীতাকুণ্ডে পোষা কুকুর দিয়ে হরিণ শিকার, পরে বনে অবমুক্ত

কুমিল্লার সীমান্তে অনুপ্রবেশের সময় ভারতীয় নাগরিক আটক

শিশু ধর্ষণের চেষ্টাকারীকে পুলিশে দিল তার পরিবার

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত

কুবিতে এক আসনের বিপরীতে লড়বেন ৬৪ ভর্তি-ইচ্ছুক

পেকুয়ায় গুলি ছুড়ে ওসির বাড়ি থেকে গরু লুট

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি আটক