হোম > অপরাধ > চট্টগ্রাম

নেত্রকোনার পৌর মেয়রের সহকারীকে চট্টগ্রামে অপহরণ চেষ্টা, গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে নেত্রকোনা দুর্গাপুর পৌরসভার মেয়রের একান্ত সহকারীকে অপহরণ চেষ্টার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১১টায় বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু সংযোগ সড়কের তুলাতলি মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—মোহাম্মদ আকবর হোসেন (২২), মোহাম্মদ শাহীন (২৫), মোহাম্মদ মিনহাজ (২২), মোহাম্মদ আরাফাত (২২) ও মোহাম্মদ রবিন (২২)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রহিম বলেন, গত ৩০ জুলাই মেয়র আলাউদ্দিনের পরিবারের সঙ্গে দুর্গাপুর থেকে কক্সবাজারে গিয়েছিলেন তাঁর একান্ত সহকারী মোহাম্মদ সাগর খাঁন। এ সময় তাঁর সঙ্গে স্বজন ও এলাকার লোকজনও ছিলেন। বুধবার ভ্রমণ শেষে ফেরার পথে বাকলিয়া থানার তুলাতলি মোড়ে যানজট তৈরি করে তাঁদের বাসটি থামায় আকবর, শাহীন, মিনহাজ, আরাফাত ও রবিন।

পরে বাসযাত্রী মেয়রের পিএস সাগর খাঁনকে খোঁজ করতে থাকেন তাঁরা। এ সময় মেয়রের পিএস সাগর পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে বাস থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে মারধর করা হয়। একপর্যায়ে তাঁকে অপহরণ করে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু সাগর খাঁনের চিৎকারে গাড়িতে থাকা যাত্রীরা আসামিদের বাধা দেন এবং আকবরকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আকবরের তথ্যমতে শাহীন, মিনহাজ, আরাফাত ও রবিনকে আটক করে।

ওসি মোহাম্মদ আব্দুর রহিম বলেন, এ ঘটনায় পৌর মেয়রের একান্ত সহকারী সাগর খাঁন বাদী হয়ে একটি মামলা করেছেন।

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার