কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সমুদ্র সৈকতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক হোটেল কর্মচারী নিহত হয়েছেন। রোববার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলাতলী সমুদ্রসৈকতের বেলি হ্যাচারি পয়েন্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
নিহত নুরুল কাদের (২৩) হোটেল বেস্টওয়েস্টার্ন হেরিটেজের শেফ সহকারী হিসেবে কাজ করতেন। তিনি চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উপরপাড়ার বাসিন্দা ইব্রাহীমের ছেলে।
ওই হোটেলের শেফ সহকারী মোহাম্মদ বাদশা বলেন, হোটেলের কাজ শেষ করে নুরুল কাদের ও দুই সহকর্মী সন্ধ্যায় সৈকতে ঘুরতে যান। এ সময় ছিনতাইকারীরা নুরুল কাদেরের মোবাইল ফোন কেড়ে নিতে চাইলে তিনি বাধা দেন। ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা নুরুল কাদেরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।