হোম > অপরাধ > চট্টগ্রাম

ছিনতাইয়ের পর বাস থেকে যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৫ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে বাসে তুলে এক যাত্রীকে মারধর ও ছুরিকাঘাত করে সর্বস্ব ছিনিয়ে নেওয়ার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত দেড়টায় নগরীর চান্দগাঁও থানাধীন আরাকান রোডের আলাউদ্দিন ওয়ার্কশপের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আজিম, মো. সাজ্জাদ হোসেন আজাদ, মো. নিশাদ, মো. মুন্না ও সাইফুল ইসলাম নাঈম।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার স্পিনা রানী প্রামাণিক বলেন, ৯ জুলাই ভোরে চট্টগ্রাম বন্দরে যাওয়ার উদ্দেশে পারভেজ খান নামে এক গাছ ব্যবসায়ী নগরীর জিইসি মোড় থেকে একটি অজ্ঞাত নম্বরের বাসে ওঠেন। তিনি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী থানাধীন বালিগাঁও কাঠপট্টি বাজারের মেসার্স মুজিবুর রহমান টিম্বার ট্রেডার্স নামে একটি দোকানের মালিক।

ওই দিন চট্টগ্রাম বন্দর থেকে কাঠ কেনার উদ্দেশ্যে তিনি চট্টগ্রামে এসেছিলেন। ওই যাত্রী বাসে ওঠার পর ওয়াসা মোড় পৌঁছালে সামনে ফ্লাইওভারের কাজ চলার কথা বলে ডান দিকে ইউটার্ন নিয়ে চালক পুনরায় জিইসি মোড়মুখী আখতারুজ্জামান ফ্লাইওভারের রাস্তা ধরে চলতে থাকে। এ সময় ভেতরে থাকা ছিনতাইকারীরা বাসের দরজা বন্ধ করে ওই যাত্রীকে মারধর ও ছুরিকাঘাত করে তাঁর সঙ্গে মানিব্যাগে থাকা নগদ ২০ হাজার ৫০০ টাকা, স্মার্ট ফোন, ঘড়ি ও পোশাক ছিনিয়ে নেয়। পরে ফ্লাইওভারের ওপর তাঁকে লাথি মেরে নিচে ফেলে দিয়ে বাসটি দ্রুতগতিতে চলে যায়।

স্পিনা রানী জানান, এ ঘটনায় খুলশী থানায় একটি অভিযোগ পেয়ে ঘটনাস্থলের ৭৭টি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার