হোম > অপরাধ > চট্টগ্রাম

গেম খেলতে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

প্রতিনিধি, কুমিল্লা

মোবাইলে গেম খেলতে না দেওয়ায় কুমিল্লা সদর উপজেলার উত্তর দূর্গাপুরের শাসনগাছা এলাকায় এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে। 

নিহত স্কুলছাত্র নাবিল রহমান (১১) প্রবাসী আমজাদ হোসেন ছেলে। সে শাসনগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। 

স্থানীয়রা জানান, বুধবার সকালে নাবিল তার মায়ের মোবাইল নিয়ে গেমস খেলছিল। তখন তার মা তার কাছ থেকে মোবাইল কেঁড়ে নিয়ে পড়তে বসতে বলে। পরে নাবিল ঘরে গিয়ে দরজা বন্ধ করে ফেলে। কিছুক্ষণ পরে তার মা তাকে ডাকতে গেলে দরজা বন্ধ দেখে। তাকে ডাকাডাকি করে কোনো  সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। ঘরে প্রবেশ করে জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়। তখন তাকে উদ্ধার করে নগরীর  একটি হাসপাতালে নেওয়া আনা হলে ডাক্তার মৃত ঘোষণা করে। 

এ বিষয়ে স্থানীয় দূর্গাপুর ইউপি সদস্য আজাদুর রহমান বলেন, খবর পেয়ে আমি নাবিলের বাসায় যাই। খবর পেলাম মোবাইলে গেমস খেলতে না দেওয়ায় অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

এর আগে ২৩ আগস্ট সোমবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রামে মোবাইল ফোন কেড়ে নেওয়ায় অভিমান করে আত্মহত্যা করেছিল ১৬ বছরের আরেক কিশোর। 

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ