হোম > অপরাধ > চট্টগ্রাম

মাঝ নদীতে ট্রলারে ডাকাতি, স্বর্ণালংকারসহ মালামাল লুট

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার অরুয়াইল বাজার এলাকায় তিতাস নদীতে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতেরা যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, স্বর্ণালংকার, নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে গেছে। 

নৌকার যাত্রী মোকাদ্দেস ও হাবিব মিয়া জানান, বারপাইকার কাশেম মিয়ার ট্রলারটি ১০-১২ জন যাত্রী নিয়ে উপজেলার অরুয়াইল বাজার নৌ-ঘাট থেকে বারপাইকা গ্রামে যাচ্ছিল। ট্রলারটি তিতাস নদী দিয়ে উপজেলার পাকশিমুল ও বারপাইকা এলাকায় পৌঁছায়। এ সময় আরেকটি ট্রলারে করে ৮-১০ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে। কয়েকজনকে মারধরও করেন ডাকাতেরা। আহতদের কয়েজন জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। 

ট্রলারের মালিক মো. কাশেম মিয়া বলেন, ‘ট্রলারে করে একদল ডাকাত আমাদের আক্রমণ করে। যাত্রীদের মারধর করে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল নিয়ে যায়। কয়েকজনকে মারধর করেছে।’ 

অরুয়াইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুইয়া বলেন, ‘নিজের বাড়ির কাছে যদি ডাকাতেরা এমনভাবে ডাকাতি করে সব নিয়ে যায় তাহলে আমরা যাব কোথায়? অরুয়াইল বাজারে আজ পুলিশ ফাঁড়ি থাকলে এই ডাকাতির ঘটনা ঘটতো না। ওখানে আগেও ডাকাতি হয়েছে তাই অরুয়াইল পুলিশ ফাঁড়িটি জরুরি দরকার। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’ 

সরাইল থানার উপপরিদর্শক (এসআই) ও অরুয়াইল বিটের বিট কর্মকর্তা নুরুল করিম বলেন, ‘কে বা কারা এ ঘটনা করছে আমি খোঁজখবর নিচ্ছি। আমাদের এক পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের সঙ্গে কথা বলেছেন।’

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন