হোম > অপরাধ > চট্টগ্রাম

জমি নিয়ে বিরোধে সাবেক বিজিবি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে জমি নিয়ে বিরোধে সাবেক বিজিবি সদস্য শামসুল হককে (৭৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। 

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মারুকা ইউনিয়নের নশিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পুলিশ রাতেই দুজনকে গ্রেপ্তার করেছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বসতবাড়ির আড়াই শতক জায়গার দখল নিয়ে প্রতিবেশী কামাল মিয়ার সঙ্গে শামসুল হকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আদালতে মামলাও চলমান। গতকাল সন্ধ্যায় শামসুল হককে বাড়িতে একা পেয়ে কামাল মিয়া ও তাঁর লোকজন হামলা করে বলে স্বজনেরা জানান। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে শামসুল হক মারা যান। এ ঘটনায় কামাল মিয়া ও তাঁর স্ত্রী জাকিয়া আক্তারকে নিজ বাড়ি থেকে রাতেই আটক করে পুলিশ।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনেরা হত্যা মামলা করেছেন। আটক কামাল মিয়া ও তাঁর স্ত্রী জাকিয়া আক্তারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ