Ajker Patrika
হোম > অপরাধ > চট্টগ্রাম

বৃদ্ধের পায়ুপথে টর্চ ঢুকিয়ে নির্যাতনের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

বৃদ্ধের পায়ুপথে টর্চ ঢুকিয়ে নির্যাতনের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে বৃদ্ধের পায়ুপথে টর্চলাইট ঢুকিয়ে নির্যাতনের ঘটনায় করা মামলার প্রধান আসামি আবুল হোসেন শাহনেওয়াজকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এর আগে গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার থানারহাট বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আবুল হোসেন শাহনেওয়াজ উপজেলার চরকাজী মোখলেছ গ্রামের মৃত আজাহার আহমেদের ছেলে। তিনি চরওয়াপদা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। 

এ বিষয়ে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, গতকাল রাতে ভুক্তভোগী বৃদ্ধ শেখ নাসির উদ্দিন মাইজভান্ডারির ছেলে ইউপি সদস্য মো. রিপন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। সঙ্গে সঙ্গে এ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। 

উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহনেওয়াজের নেতৃত্বে সন্ত্রাসীরা বৃদ্ধের পায়ুপথে টর্চ ঢুকিয়ে নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।

মামলা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় থানারহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন বৃদ্ধ শেখ নাছির উদ্দিন মাইজভান্ডারির। পথিমধ্যে থানারহাট-সোনাপুর সড়কের মহিলা মাদ্রাসা সংলগ্ন মাইকওয়ালার বাড়ির সামনের সড়কে চরওয়াপদা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহনেওয়াজ নেতৃত্বে সন্ত্রাসীরা বৃদ্ধের পথরোধ করেন। এ সময় সন্ত্রাসীরা তাঁর মুখ বেঁধে পাশের জঙ্গলে নিয়ে যায় এবং তাঁকে মারধর করে। একপর্যায়ে বৃদ্ধের পায়ুপথে একটি টর্চলাইট ঢুকিয়ে দেওয়া হয়। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলে। পরে সন্ত্রাসীরা তাঁকে ফেলে চলে যায়। কিছুক্ষণ পরে বৃদ্ধের জ্ঞান ফিরলে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করেন। পরদিন রোববার ভোরে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। 

হাসপাতাল আবাসিক চিকিৎসা কর্মকর্তা সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম জানান, গতকাল সকালে প্রায় দেড় ঘণ্টা অস্ত্রোপচার চালিয়ে টর্চলাইটটি বের করা হয়েছে। বর্তমানে রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

লক্ষ্মীপুরে ‘ডাকাত আতঙ্ক, রাত জেগে পাহারায় এলাকাবাসী

সরাইলে ঝোপে পড়ে ছিল জীবিত কন্যাশিশু

সাতকানিয়ায় নিহত ২ জামায়াতের কর্মীর সহযোগীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

সয়াবিন তেল লুকানোয় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩

রাউজানে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা, যুবদলের মামুনসহ গ্রেপ্তার ২

গৃহপরিচারিকা ভাগনিকে খুনতির ছ্যাঁকা, ব্লেড-ছুরি দিয়ে জখম, মামা-মামি আটক

সাতকানিয়ায় গণপিটুনিতে দুজনের মৃত্যু: উদ্ধার হওয়া অস্ত্রটি সিএমপির কোতোয়ালি থানার

ছয় ট্রলারসহ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী

রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা: প্রধান আসামি চসিকের সাবেক কাউন্সিলর জসিম অবশেষে গ্রেপ্তার