হোম > অপরাধ > চট্টগ্রাম

অটোরিকশা থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে তর্কাতর্কি, ছুরিকাঘাতে আহত ১

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীর চকবাজার এলাকায় অবৈধভাবে অটোরিকশা থেকে টাকা তোলাকে কেন্দ্র করে তর্কাতর্কির জেরে গোলাম আজম নামের এক অটোরিকশাচালককে ছুরিকাঘাতের অভিযোগ পাওয়া যায়। গতকাল শুক্রবার বিকেল ৫টায় নগরীর চকবাজার কাশারিপট্টি মোড়ে ফয়সাল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। 

আহত গোলাম আজম সদর উপজেলার গোমতী নদীর তীরসংলগ্ন কালাপীর মাজারের পাশে মো. আসলাম মিয়ার ছেলে। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে বলেন, ‘জিপির টাকা তোলাকে (বাস টার্মিনালে ইজারাদারের লোকেরা যে টাকা তোলেন) কেন্দ্র করে তর্কাতর্কিতে এক অটোরিকশাচালককে ছুরিকাঘাত করা হয়েছেন বলে জেনেছি। এ বিষয়ে অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব।’

ভুক্তভোগী অটোরিকশাচালক গোলাম আজম বলেন, ‘কান্দিরপাড় থেকে চকবাজারে যাওয়ার পথে রাস্তার ওপর সিএনজি স্ট্যান্ডে শান্ত নামে এক যুবক অটোরিকশা দাঁড় করিয়ে জিপির ১০ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে শান্ত অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন।’

গোলাম আজম আরও বলেন, ‘পরে শান্তকে বাধা দিলে অপু নামে আরেকজন আমাকে আঘাত করে। তাদের দুজনের আঘাতে আমি মাথায় ও ডান হাতে রক্তাক্তভাবে জখম হই। পরে স্থানীয় লোকজন এসে আমাকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে পাঠায়। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’

শান্ত ও অপুর সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় এ বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

কুমিল্লা ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর জিয়াউল হক টিপু বলেন, বাস টার্মিনাল ছাড়া অন্য কোথাও বৈধ ইজারাদার ছাড়া কেউ জিপি তুলতে পারবেন না। কেউ যদি টার্মিনালের বাইরে ইজারা ছাড়া জিপি তোলে তাহলে সেটি অবৈধ।

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২