হোম > অপরাধ > চট্টগ্রাম

দাম্পত্য কলহে ঘর পোড়াতে গিয়ে প্রতিবেশীর ঘরও পুড়ে ছাই, দগ্ধ শিশু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে নিজের ঘরে আগুন দিতে গিয়ে প্রতিবেশীর ঘরও পুড়িয়ে দিয়েছেন এক যুবক। এ ঘটনায় দুটি বসতঘরই পুড়ে ছাই হয়ে গেছে। দগ্ধ হয়েছে দুই বছরের একটি শিশু। 

আগুনে পোড়া বসতঘরের মালিক মোহাম্মদ হারুণ এসব অভিযোগ করেছেন। পাশের ঘরের মালিক জানে আলম এই কাজ করেছেন বলে অভিযোগ করেছেন তিনি। 

গতকাল রোববার দিবাগত রাত আনুমানিক ২টার সময় উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের পূর্ব খুরুশিয়া ৭ নম্বর ওয়ার্ড ফকিরটিলা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম। 

অভিযোগকারী মোহাম্মদ হারুণের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, ‘অভিযুক্ত জানে আলমের বাড়ি বোয়ালখালী উপজেলায়। তবে তিনি দীর্ঘদিন ধরে পদুয়া ইউনিয়নের খুরুশিয়া উত্তরপাড়া এলাকায় বসবাসরত। এখানকার ভোটারও। স্ত্রীর পরকীয়ার সম্পর্ক আছে এমন সন্দেহে দাম্পত্য কলহ রয়েছে। তিনি বিভিন্ন সময় হুমকি দিতেন—আমি ঘর পুড়ে দিয়ে চলে যাব।’ 

নজরুল ইসলাম বলেন, ‘ঘরে আগুন দেওয়ার আগে জানে আলম ঘর থেকে জায়নামাজ, কোরআন শরিফ এবং ছাগল বের করে রেখেছিলেন। প্রতিবেশী মোহাম্মদ হারুণের ঘরে আগুন লাগলে হঠাৎ ওই পরিবারের লোকজন ঘর থেকে দ্রুত বেরিয়ে যায়। ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা মোহাম্মদ হারুণের দুই বছরের শিশু চিৎকার করলে এলাকাবাসী শিশুটিকে উদ্ধারে এগিয়ে আসে। শিশুটিকে প্রথমে ইছাখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠান। ফায়ার সার্ভিসের স্টেশন দূরে থাকায় এলাকাবাসীর সহায়তায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হই।’ 

এ ব্যাপারে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘরে আগুন দেওয়ার ঘটনায় জানে আলমের বিরুদ্ধে তাঁর স্ত্রী এবং প্রতিবেশী মোহাম্মদ হারুণ লিখিত অভিযোগ দিয়েছেন। ওই ঘটনায় হারুণের এক শিশু অগ্নিদগ্ধ হয়েছে। তবে খবর নিয়েছি শিশুটি সুস্থ আছে। ভুক্তভোগীরা মামলা করতে চাইলে আমরা মামলা নিয়ে অভিযুক্ত জানে আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। জানে আলম পলাতক।’

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ