Ajker Patrika
হোম > অপরাধ > চট্টগ্রাম

১১ কোটি টাকার মাদক ফেলে পালালেন দুই পাচারকারী

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

১১ কোটি টাকার মাদক ফেলে পালালেন দুই পাচারকারী

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর বেড়িবাঁধে মাদকদ্রব্য ফেলে পালিয়েছেন দুই পাচারকারী। এ সময় ঘটনাস্থল থেকে ২ দশমিক ১২৮ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ২৪ লাখ টাকা বলে জানায় বিজিবি।

রোববার ভোররাতে হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী বেড়িবাঁধ থেকে এসব মাদক উদ্ধার করে বিজিবি।

টেকনাফ ব্যাটালিয়ন বিজিবি-২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মিয়ানমার থেকে মাদকের চালান প্রবেশের খবরে ওই স্থানে অবস্থান নেয় বিজিবির টহল দল। ওই দুই মাদক কারবারি মিয়ানমার থেকে শূন্য লাইন পার করে বাংলাদেশের অভ্যন্তরে লবণমাঠে প্রবেশ করে। এ সময় বিজিবির টহল দল তাঁদের ধরতে গেলে মাদকদ্রব্যের পোঁটলা ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। উদ্ধার করা পোঁটলা থেকে ২ দশমিক ১২৮ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ২০ হাজার ইয়াবা উদ্ধার করে বিজিবি।

তিনি আরও বলেন, উদ্ধার করা এসব মাদকদ্রব্য বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হবে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত

উপদেষ্টার প্রতিশ্রুত দুই দিন শেষ, কাটেনি তেলের সংকট

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

চট্টগ্রামে ওয়াসার পানিতে লবণাক্ততায় ক্যাবের উদ্বেগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: দুই মামলায় দুজন কারাগারে

কমলনগরে স্ত্রীর যৌতুক মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে

শিকার শেষে জবাই ৭০০ পাখি, তিনজন গ্রেপ্তার

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার