হোম > অপরাধ > চট্টগ্রাম

মাঝসমুদ্রে চবি শিক্ষার্থীদের মারধরের অভিযোগ, আহত ১০ 

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সেন্ট মার্টিন দ্বীপ থেকে ফেরার পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের মারধরের অভিযোগ উঠেছে বে-ক্রুজ জাহাজের কর্মচারীদের বিরুদ্ধে। জাহাজের কর্মচারীদের দুই দফা মারধরে ১০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের অভিযোগ, বে-ক্রুজ জাহাজটি মাঝ সমুদ্রে পৌঁছানোর পর শিক্ষার্থীদের প্রথম দফায় মারধর করা হয়। পরে সন্ধ্যায় জাহাজটি টেকনাফের দমদমিয়া জেটিতে পৌঁছালে ফের হামলা চালানো হয়। এতে ১০ শিক্ষার্থী আহত হন।

তবে বে-ক্রুজ জাহাজের পরিচালক হোসাইনুল ইসলাম বাহাদুর এই অভিযোগ অস্বীকার করে দাবি করেন, শিক্ষার্থীদের মারধর না, উল্টো শিক্ষার্থীরা জাহাজের স্টাফদের মারধর করেছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র রিদুয়ান আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার সেন্ট মার্টিন দ্বীপ থেকে বে-ক্রুজ জাহাজে ফিরছিলাম চবির ৭৫ শিক্ষার্থী। মাঝপথে বসার আসন থেকে শিক্ষার্থীদের তুলে দেন জাহাজের স্টাফরা। তুলে দেওয়ার কারণ জানতে চাইলে শিক্ষার্থীদের মারধর শুরু করেন স্টাফ ও যাত্রী বেসে ওঠা তাঁদের বন্ধুরা। পরে জাহাজটি দমদমিয়া জেটিঘাটে ভিড়লে আরেক দফা মারধর করা হয়। এতে ১০ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।’ 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। সেই সঙ্গে বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষার্থীদের বাসে করে চট্টগ্রামে পাঠানো হয়েছে।’

এ ব্যাপারে জানতে চাইলে বে-ক্রুজ জাহাজের পরিচালক হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, ‘উল্টো জাহাজের স্টাফদের মারধর করা হয়েছে।’ তিনি বলেন, ‘আসনে বসা নিয়ে এ ঘটনা ঘটেছে। তবে কোনো স্টাফ তাঁদের ওপর হামলা করেনি।’

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার