হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঘুমন্ত স্ত্রীর দুই পায়ের রগ কেটে দিলেন স্বামী

লক্ষ্মীপুর প্রতিনিধি

রিনা বেগমের জখম হওয়া পা। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরে এক ব্যক্তি তাঁর ঘুমন্ত স্ত্রীর দুই পায়ের রগ কেটে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে ধারালো অস্ত্র দিয়ে ওই নারীর মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়েছে এবং পাথর দিয়ে দুই হাত-পা থেঁতলে দেওয়া হয়েছে।

দাম্পত্য কলহের জেরে গতকাল শনিবার রাতে লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কালু হাজী সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে। আহত রিনা বেগম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার কসাইবাড়ির আলমগীর হোসেনের স্ত্রী। পেশায় নির্মাণশ্রমিক আলমগীর স্ত্রী-সন্তানদের নিয়ে কালু হাজী সড়কের ভাড়াবাসায় থাকতেন।

পুলিশ ও রিনার পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাতের খাওয়া শেষে রিনা ছেলেমেয়েদের নিয়ে ঘুমিয়ে পড়েন। স্বামী আলমগীর পরে বাসায় এসে ঘুমন্ত স্ত্রীর ওপর হামলা চালান। একপর্যায়ে তিনি আহত রিনাকে ফেলে রেখে পালিয়ে যান। খবর পেয়ে প্রতিবেশীরা এসে ওই নারীকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

রিনার ভাই হোসেন আহমেদ বলেন, ‘রিনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা খুব খারাপ। ঢাকা থেকে এসে থানায় মামলা করা হবে। কোনো কারণ ছাড়া আলমগীর আমার বোনকে কুপিয়েছে। হাত-পায়ের রগ কেটে দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, সে মাদক সেবনের সঙ্গে জড়িত।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, রিনা বেগম ও আলমগীর হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এর জেরে ঘুমন্ত স্ত্রীর পায়ের রগ কেটে দেন আলমগীর হোসেন। তাঁকে ধরতে অভিযান চলছে।

লঞ্চে নবজাতকের জন্ম, আজীবন ফ্রি যাতায়াত

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২ দফা মাইন বিস্ফোরণ, মরল কুকুর ও বন্য শূকর

বিয়ে করলেন গণতান্ত্রিক ছাত্রসংসদ নেতা রাফি, কনে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু

গোয়েন্দা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, অভিযুক্ত কারাগারে

সোনাদিয়ার সাড়ে ৯ হাজার একর জমি বন বিভাগে হস্তান্তরের উদ্যোগ

শিশু অপহরণের পর মুক্তিপণ দাবি: স্বামীর যাবজ্জীবন, স্ত্রীর ১৪ বছর সাজা

ভিজিএফের চাল বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

রাঙামাটিতে কৃষিকাজের সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

নোয়াখালীতে চাঁদা না পেয়ে দোকান-ফার্মে হামলা, বিএনপির বিরুদ্ধে অভিযোগ

সাবেক মন্ত্রী তাজুলের পরিত্যক্ত বাড়িতে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার ৫