Ajker Patrika
হোম > অপরাধ > চট্টগ্রাম

দীঘিনালায় যাত্রীবাহী বাসে আগুন, আরোহীরা অক্ষত

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

দীঘিনালায় যাত্রীবাহী বাসে আগুন, আরোহীরা অক্ষত

খাগড়াছড়ির দীঘিনালায় আগুনে পুড়ে গেল শান্তি পরিবহনের একটি বাস। আজ মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলার দীঘিনালা ইউনিয়ন পরিষদসংলগ্ন পুকুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। কীভাবে আগুন লাগল সে ব্যাপারে কিছু বলতে পারছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে পরিবহন কর্তৃপক্ষ।

খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরে-নবী জানান, শান্তি পরিবহনের বাসে আগুন লাগার ঘটনা শোনামাত্র ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে আধা ঘণ্টার চেষ্টায় বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রজ্ঞান জ্যোতি চাকমা বলেন, ‘স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আগুনে পুড়ছে শান্তি পরিবহন। কারা এ ঘটনা ঘটিয়েছে তা বলা যাচ্ছে না।’ 

খাগড়াছড়ি শান্তি পরিবহনের অফিস সহকারী সুমন দেবনাথ বলেন, শান্তি পরিবহনের বাবুছড়া বাজার থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে কোনো যাত্রী হতাহত না হলেও গাড়িটি আগুনে পুড়ে গেছে। এতে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। 

খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সক্রিয় রয়েছে।

মেঘনায় জাটকা শিকার করায় তিন জেলের দণ্ড

ঠিকাদার খুনের মামলায় আরেক ঠিকাদারের যাবজ্জীবন

ক্ষমা চাইলেন লক্ষ্মীপুরে প্রকাশ্যে কান ধরে ওঠবস করানো সেই নেতা

নোয়াখালীতে কলেজছাত্রীকে হেনস্তা, প্রতিবাদে সড়ক অবরোধ

দরজিপাড়ায় ঈদের ব্যস্ততা

চট্টগ্রামে আরও ৪১ জন গ্রেপ্তার

শাহ আমানতে সৌদিফেরত যাত্রী থেকে ৫০ লাখ টাকার স্বর্ণ জব্দ

আমাকে থানায় নিতে ওসিকে আসতে হবে, সেই ছাত্রদল নেতা কারাগারে

হাটবাজারের ইজারা নিয়ে নোয়াখালীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে বন্ধুকে ছুরিকাঘাতে খুন