দাউদকান্দির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহীদ নগর বাজার সংলগ্ন এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে মডেল থানা-পুলিশ। আজ রোববার সকালে তাঁদের গ্রেপ্তার করেন উপপরিদর্শক জিয়াউর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন, হবিগঞ্জের বাহুবল থানার লামাগাজী গ্রামের রমজান আলীর ছেলে মো. সেলিম আহম্মেদ রুবেল ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার দুবলা গ্রামের এলফান মিয়ার ছেলে মো. মোহন আহম্মেদ।
জানা যায়, আজ সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহীদ নগর বাজার সংলগ্ন এলাকায় ঢাকাগামী একটি পিকআপে তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়। কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার দাউদকান্দি-চান্দিনা সার্কেল এএসপি মো. ফয়েজ ইকবালের নির্দেশনায় এ তল্লাশি অভিযান চালানো হয়। এ সময় ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে থানার উপপরিদর্শক জিয়াউর রহমান বলেন, আসামিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁদের কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়।