Ajker Patrika
হোম > অপরাধ > চট্টগ্রাম

মাটিরাঙ্গায় সেনা অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় ওষুধ উদ্ধার

প্রতিনিধি

মাটিরাঙ্গায় সেনা অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় ওষুধ উদ্ধার

খাগড়াছড়ি : সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা বিভিন্ন ধরনের ৮ লাখ ৬১ হাজার পিস ভারতীয় ওষুধ উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় ভারতীয় ওষুধ পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মাটিরাঙ্গার ইসলামপুর মেম্বারটিলা এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ ওষুধ জব্দ করে মাটিরাঙ্গা সেনা জোন।

জানা গেছে, অবৈধ পথে ভারতীয় মালামাল সীমান্ত পথ দিয়ে বাংলাদেশে আনা হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা সেনা জোনের একটি টহল দল ১০ নম্বর ইসলামপুর মেম্বারপাড়া এলাকায় অভিযানে যায়। এ সময় সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে জঙ্গলের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় সাত বস্তা ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়।

অবৈধ পথে ভারতীয় মালামাল দেশে প্রবেশ করতে দেওয়া হবে না জানিয়ে মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোহসীন হাসান বলেন, `চোরাকারবারিদের যেকোনো মূল্যে প্রতিরোধ করা হবে। উদ্ধারকৃত ভারতীয় ওষুধের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা হবে।'

অভিযানকালে মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন ফুয়াদ ফয়সান রাফসান ও মাটিরাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে উদ্ধারকৃত মালামাল মাটিরাঙ্গা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ছয় ট্রলারসহ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী

রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা: প্রধান আসামি চসিকের সাবেক কাউন্সিলর জসিম অবশেষে গ্রেপ্তার

দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে মুদ্রাস্ফীতির সঙ্গে মিল রেখে

বৈষম্যবিরোধী পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, ৫ ঘণ্টা পর মুক্তি

চাঁদার জন্য যুবককে মারধর, যুবদল নেতা কারাগারে

ফেসবুক লাইভে এসে ‘জয় বাংলা’ স্লোগান, যুবলীগ কর্মী আটক

কাপ্তাইয়ে পানির সংকট, শুধু এক ইউনিটে বিদ্যুৎ উৎপাদন

শহীদ সামাদ ভাইদের স্বপ্ন আমাদের পূরণ করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

চকরিয়ায় থানার ফটকে সাংবাদিককে মারধর করে ছিনতাই

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত