হোম > অপরাধ > চট্টগ্রাম

চাঁদপুরে যুবকের পুরুষাঙ্গ কেটে হত্যাচেষ্টার অভিযোগ

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের আবু বকর (৩৫) নামে এক যুবককে পুরুষাঙ্গ কেটে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে । গত শুক্রবার দক্ষিণ ডিঙ্গাভাঙ্গা গ্রামের নইমুদ্দিন মিজি বাড়িতে ডেকে এনে শাহজাহান নামে এক ব্যক্তি ও তাঁর স্ত্রী শারমিন এ ঘটনা ঘটান। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন বালা বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু বকরকে পাশের বিলে নিয়ে গিয়ে তাঁর হাত-পা বেঁধে পুরুষাঙ্গ কেটে ফেলেন এবং হত্যার চেষ্টা করেন শাহজাহান ও তাঁর স্ত্রী শারমিন । এ সময় আবু বকরের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। আহত আবু বকরের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে স্বামী-স্ত্রী পালিয়ে যান। পরে আবু বকরকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বহরী গ্রামের একাধিক ব্যক্তি এবং ওই ওয়ার্ডের মেম্বার কামাল গাজী জানান, শাহজাহান দীর্ঘদিন প্রবাসে থাকার পর চার-পাঁচ মাস আগে দেশে আসেন। আবু বকরদের সঙ্গে ডিঙ্গাভাঙ্গা গ্রামের শাহজাহান মিজিদের দীর্ঘদিন যাবৎ দ্বন্দ্ব চলছে। 

ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ প্রধান বলেন, ‘আমার ইউনিয়নে এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, ছেলেটা যেন সুস্থ হয়ে যায়।’ 

মতলব দক্ষিণ থানার ওসি রিপন বালা বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন