Ajker Patrika
হোম > অপরাধ > চট্টগ্রাম

এশা ত্রিপুরা হত্যাকাণ্ড: স্বামী উদ্দীপনকে দায়ী করে আদালতে অভিযোগপত্র

রাঙামাটি প্রতিনিধি

এশা ত্রিপুরা হত্যাকাণ্ড: স্বামী উদ্দীপনকে দায়ী করে আদালতে অভিযোগপত্র

খাগড়াছড়ি শহরের মহাজনপাড়ায় স্কুলশিক্ষিকা এশা ত্রিপুরা (নবীনা) হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর স্বামী উদ্দীপন ত্রিপুরাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। 

গত বছরের ৩১ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা খাগড়াছড়ি থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) উৎপল বিশ্বাস খাগড়াছড়ি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এই অভিযোগপত্র জমা দেন। 

অভিযোগপত্রে বলা হয়, এশা ত্রিপুরার মৃত্যু স্বাভাবিক নয়। তাদের দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ ছিল। একে অপরকে পরকীয়ায় লিপ্ত বলে সন্দেহ করতেন। রিমান্ডে উদ্দীপন ত্রিপুরা হত্যার দায় স্বীকার না করলেও এশা ত্রিপুরাকে ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করা হয়। 

ঘটনার দিন ২০২৩ সালের ২০ জুলাই রাত সাড়ে ৮টার দিকে এশার সহকর্মী ত্রিপালী ত্রিপুরা ও তাঁর স্বামী বীর মোহন ত্রিপুরা এশাদের ভাড়াবাড়িতে বেড়াতে যান। আড়াই ঘণ্টা অস্থান করে তাঁরা চলে যাওয়ার পর উদ্দীপন, এশা এবং তাঁদের ১৩ ও ৬ বছরের দুই সন্তান শুধু বাড়িতে ছিল। 

তা ছাড়া বাইরে থেকে এসে কেউ এ ঘটনা ঘটিয়েছে, তার কোনা আলামত পায়নি পুলিশ। কারণ ঘরের দরজা-জানালা সব ঠিক ছিল। কেউ ভেঙে প্রবেশ করেছে তারও কোনো আলামত পাওয়া যায়নি। 

পরদিন (২১ জুলাই) খবর পেয়ে প্রতিবেশীরা বাথরুমে রক্তাক্ত অবস্থায় এশার মরদেহ দেখতে পায়। এই হত্যাকাণ্ডকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করেন উদ্দীপন ত্রিপুরা। এই হত্যাকাণ্ডকে তিনি প্রথমে বাথরুমে পড়ে গিয়ে, কখনো স্ট্রোক করেছে বলে প্রকাশ করেন। পরে লাশ হাসপাতালে না নিয়ে ময়নাতদন্ত ছাড়াই সৎকারের চেষ্টা করেন উদ্দীপন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা উৎপল বিশ্বাস বলেন, ‘আমি তদন্ত করে যা পেয়েছি, তা উল্লেখ করে অভিযোগপত্র আদালতে জমা দিয়েছি।’ 

মামলার বাদী এশা ত্রিপুরার ভাই খোকা রঞ্জন ত্রিপুরা বলেন, ‘আমি চার্জশিট পেয়েছি। চার্জশিট পড়ে সন্তুষ্ট। এর ওপর মতামত জানাতে আগামী ৪ ফেব্রুয়ারি আদালতে উপস্থিত থাকতে আমাকে নোটিশ দেওয়া হয়েছে।’ 

খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) হেমন্ত ত্রিপুরা বলেন, বাদী চার্জশিটের ওপর সন্তুষ্ট হলে আদালতে মতামত দিলে বিচারের জন্য চিফ জুডিশিয়াল আদালত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তর হবে। তখন বিচারের জন্য চার্জ গঠিত হলে বিচারকাজ শুরু হবে। 

প্রসঙ্গত, ২০২৩ সালের ২০ জুলাই মধ্যেরাতে খাগড়াছড়ি মহাজনপাড়ায় ভাড়া বাসায় খুন হন মাটিরাঙ্গা উপজেলার তপ্ত মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এশা ত্রিপুরা। এই ঘটনায় এশা ত্রিপুরার বড় ভাই খোকা রঞ্জন ত্রিপুরা খাগড়াছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তিন পার্বত্য জেলায় মানববন্ধন করে বিভিন্ন সংগঠন।

সাতকানিয়ায় নিহত ২ জামায়াতের কর্মীর সহযোগীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

সয়াবিন তেল লুকানোয় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩

রাউজানে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা, যুবদলের মামুনসহ গ্রেপ্তার ২

গৃহপরিচারিকা ভাগনিকে খুনতির ছ্যাঁকা, ব্লেড-ছুরি দিয়ে জখম, মামা-মামি আটক

সাতকানিয়ায় গণপিটুনিতে দুজনের মৃত্যু: উদ্ধার হওয়া অস্ত্রটি সিএমপির কোতোয়ালি থানার

ছয় ট্রলারসহ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী

রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা: প্রধান আসামি চসিকের সাবেক কাউন্সিলর জসিম অবশেষে গ্রেপ্তার

দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে মুদ্রাস্ফীতির সঙ্গে মিল রেখে

বৈষম্যবিরোধী পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, ৫ ঘণ্টা পর মুক্তি