হোম > অপরাধ > চট্টগ্রাম

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৬২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৬২ হাজার ইয়াবা ও ২৩০ গ্রাম আইসসহ মো. রফিক (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার ভোরে হ্নীলার জামিমুরা ও সাবরাংয়ে পৃথক অভিযান চালিয়ে ওই সব মাদক জব্দ করা হয়।

গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি হ্নীলা ইউনিয়নের জাদিমুরা জুম্মাপাড়া এলাকার নাজিম উল্লাহর ছেলে। 

টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. ফয়সল হাসান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বিজিবির একটি বিশেষ টহল দল বসত-বাড়িতে ইয়াবা ও ক্রিস্টাল মেথ মজুত রাখার খবরে জুম্মাপাড়া মসজিদের সামনে অভিযানে যায়। এতে সিলিংয়ের ওপর অভিনব কায়দায় লুকানো ২ হাজার ইয়াবা ও ২৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ রফিককে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে ভোর রাত ৩টার দিকে সাবরাং বিওপির অপর একটি বিশেষ টহল দল পরিবেশ টাওয়ারের দক্ষিণ পাশে জনৈক মো. সালামের প্রজেক্ট এলাকায় একজন চোরাকারবারিকে ধাওয়া করার সময় তাঁর ফেলে যাওয়া ব্যাগ থেকে ৬০ হাজার ইয়াবা পাওয়া যায়। 

মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, উদ্ধার হওয়া মাদকসহ গ্রেপ্তার হওয়া যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। অপরদিকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়নের জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সামনে ধ্বংস করা হবে। 

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার