হোম > অপরাধ > চট্টগ্রাম

এতিমখানায় কিশোরকে ব্লেড দিয়ে জখম করল সহপাঠী

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

ফেনীর দাগনভূঞার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের হাসান গনিপুর বাংলাদেশ অরফানেজ সেন্টার নামের একটি এতিমখানায় একরাম হোসেন (১৩) নামে এক ছাত্রকে ব্লেড দিয়ে মারাত্মকভাবে জখম করেছে তারই সহপাঠী। গত ২০ এপ্রিল সন্ধ্যায় অরফানেজ সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

একরাম এতিমখানার মাদ্রাসার সপ্তম শ্রেণির আবাসিক ছাত্র। অভিযুক্ত শিক্ষার্থী আশ্রাফুল ইসলাম (১৩) ষষ্ঠ শ্রেণির ছাত্র ও স্থানীয় হারিছ আহাম্মদের ছেলে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক  মো. বেলায়েত হোসেন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

স্থানীয় লোকজন ও অভিযোগের ভিত্তিতে জানা যায়, ওই দিন সন্ধ্যায় ইফতারের পরে হাত ধোয়ার জন্য অরফানেজ সেন্টারের অজুখানায় যায় একরাম হোসেন। এ সময় অরফানেজ সেন্টার সংলগ্ন বাড়ি থেকে এসে অজুখানার সামনে অবস্থান করে আশ্রাফুল ইসলাম। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে আশ্রাফুল পকেট থেকে ব্লেড বের করে একরামের হাতে ও পিঠে আঘাত করে। পরে স্থানীয় লোকজন একরামকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক বেলায়েত হোসেন গতকাল শুক্রবার রাতে বাদী হয়ে দাগনভূঞা থানায় অভিযোগ দেন। 

এ ব্যাপারে অরফানেজ সেন্টারের ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন বলেন, ‘ভুক্তভোগী ছাত্রকে সহযোগিতা করার জন্য আমরা তার পরিবারের পাশে আছি। কিন্তু আমরা ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারলাম তারা মামলা করতে আগ্রহী নয়।’ 

অভিযোগের তদন্ত কর্মকর্তা দাগনভূঞা থানা উপসহকারী পরিদর্শক (এএসআই) মোহাম্মদ সিরাজ বলেন, ‘শনিবার সকালে সরেজমিনে বিষয়টি তদন্ত করতে গেলে জানতে পারি, অভিযুক্ত শিক্ষার্থী আশ্রাফুল ইসলামকে তার মা মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে শাক কেটে বাড়ি নেওয়ার জন্য ওই ব্লেডটি দিয়েছিলেন। কিন্তু পরে মা সেই ব্লেডটি আর ফেরত নেননি। মারামারির সময় ব্লেডটি ব্যবহার করেছে।’

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ