ফেনী রামপুর এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ থেকে ৩০ লাখ ৫২ হাজার টাকা মূল্যমানের ৬ হাজার ১০৫ পিস ইয়াবা জব্দ করেছে র্যাব। এ সময় আটক করা হয় গাড়িটির চালক মো. নূরুল ইসলামকে।
আজ মঙ্গলবার র্যাব-৭ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী শহরের রামপুরে মদিনা অটো মোবাইলস গ্যারেজের সামনে থেকে মাদকগুলো উদ্ধারসহ একজনকে আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিকআপ জব্দ করা হয়। পরে পিকআপে তল্লাশি চালানোর একপর্যায়ে ড্রাইভিং সিটের পেছনে বিশেষ কৌশলে লুকানো একটি শপিং ব্যাগের ভেতর থেকে ৬ হাজার ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে আটক করা হয় ট্রাকটির চালক মো. নূরুল ইসলামকে।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক সাদেকুল ইসলাম জানান, উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৩০ লাখ ৫২ হাজার টাকা। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।