নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীতে ছুরিকাঘাতে আজাদুর রহমান (৩০) নামের এক নৈশ প্রহরীকে খুন করা হয়েছে। আজ রোববার ভোরে নগরীর পাহাড়তলী থানার হালিশহর নয়াবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, আজ ভোর সাড়ে ৫টার দিকে ছুরিকাঘাতে আহত আজাদকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। লাশ এখন হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহত আজাদের ভাতিজা পরিচয়দানকারী হুমায়ুন কবির বলেন, কথাকাটাকাটির জেরে এক যুবক মোবাইলে ফয়সালকে ডেকে নেয়। এ সময় বিষয়টা মিটমাট হয়ে যায়। কিন্তু ভোরে সবাই মিলে আজাদের ওপর হামলা চালায়। আজাদ হালিশহর নয়াবাজার এলাকার নাজিরবাড়ির বাসিন্দা। তাঁর দুটি সন্তান রয়েছে।
ওসি আরও বলেন, আজ রোববার ভোরে আজাদ নাশতা আনতে বাড়ি থেকে বের হন। নয়াবাজার বিশ্বরোডের মুখে তাঁকে একা পেয়ে কয়েকজন ঘিরে ধরে ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
পাহাড়তলী থানার ওসি বলেন, হত্যাকাণ্ডে ছয়-সাতজন অংশ নেয়। যারা আগের রাতে প্রস্রাব করা নিয়ে হাঙ্গামায় লিপ্ত ছিল। তাদের শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় পাহাড়তলী থানায় মামলার প্রক্রিয়া চলছে।
আজকের পত্রিকাকে ওসি আরও বলেন, ‘মৃত্যুর আগে আজাদ তাঁর হত্যাকারী হিসেবে ওসমান ও রাজু নামের দুজনকে দায়ী করেছেন। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি।’