লক্ষ্মীপুরের রামগঞ্জে শিশু সাইফ আহম্মদ শাহকে (৪) হত্যার ঘটনায় সৎমা কহিনুর বেগমকে জেলহাজতে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
মৃত সাইফ আহম্মেদ শাহ চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের দক্ষিণ রায়চর জিয়ানগর এলাকার মিরন হোসেনের ছেলে। অভিযুক্ত কোহিনুর বেগম মিরন হোসেনের দ্বিতীয় স্ত্রী এবং রামগঞ্জের দরবেশপুর গ্রামের মোবরক হোসেনের মেয়ে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, ‘সাইফের মায়ের সঙ্গে বিচ্ছেদের পর বাবা মিরন হোসেন অভিযুক্ত কহিনুরকে বিয়ে করেন। সৎমা কহিনুর বেগম শিশু সাইফকে হত্যা করে মাটিচাপা দিয়ে রাখেন। পরে সাইফ নিখোঁজ হয়েছে বলে প্রচারণা চালান তিনি। এ ঘটনায় মিরন হোসেন বাদী হয়ে কহিনুরকে আসামি করে রামগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় কহিনুরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ওসি আরও বলেন, পারিবারিক কলহের জেরে শিশু সাইফকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন কোহিনুর। তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জিজ্ঞাসাবাদে কোহিনুর বেগম জানান, শিশু সাঈফকে শ্বাসরোধে হত্যা করে তাঁর বাবার বাড়ির রান্নাঘরের মাটির নিচে পুঁতে রেখেছেন তিনি। তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার বিকেলে পুলিশ মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।