হোম > অপরাধ > চট্টগ্রাম

চট্টগ্রামে যুবদল নেতাকে ছুরিকাঘাত করে পুলিশে সোপর্দ করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়ায় হরতালের সমর্থনে মিছিল করে বাড়ি ফেরার পথে যুবদলের এক নেতাকে মারধরের পর ছুরিকাঘাত করে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে উপজেলার সাতকানিয়া-বান্দরবান সড়কের কেরানীহাট এলাকায় এই ঘটনা ঘটে।

মোস্তাফিজুর রহমান নামের ওই নেতা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক। তবে পুলিশ বলছে, দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় ওই যুবদল নেতা আহত হয়েছিলেন।

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, রাতে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছিল। তাতে মোস্তাফিজুর রহমান আহত হন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছিল।

তবে চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা মো. ইদ্রিস আলী আজকের পত্রিকাকে বলেন, রাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক  কমিটির সদস্য মুজিবুর রহমান মুজিবের (চেয়ারম্যান) নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা সাতকানিয়া-বান্দরবান সড়কে হরতালের সমর্থনে মশাল মিছিল বের করেন। মিছিল শেষে বাড়ি চলে যাওয়ার সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের লোকজন তাঁর ওপর হামলা চালান। মারধরের পর তাঁরা ছুরিকাঘাত করে তাঁকে পুলিশের হাতে তুলে দেন। পরে তাঁকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

মামলার বিষয়ে পরিদর্শক আতাউর রহমান বলেন, ‘আমি এখনো থানার বাইরে আছি। থানায় না যাওয়া পর্যন্ত তাঁর মামলার বিষয়টি বলতে পারব না।’

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন