হোম > অপরাধ > চট্টগ্রাম

স্কুল শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় নারীসহ গ্রেপ্তার ৩  

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় এক নারীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে ফরিদগঞ্জ উপজেলায় ও কুমিল্লা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। 

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল রোববার দুপুরে দশম শ্রেণির শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তার বাড়িতে যাওয়ার পথে অভিযুক্ত কথিত যুবলীগ নেতা শিমুল মিজি (২৪), তার দুই বন্ধু ইজাজা হোসেন (২৩) ও সাব্বির হোসেন (২৪) ওই শিক্ষার্থীকে জোর পূর্বক তুলে নিয়ে জনৈক লিপি বেগমের বাড়িতে নিয়ে লিপি বেগমের সহায়তায় ধর্ষণ করে। এ সময় ধর্ষণকারীরা ওই ধর্ষণের ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন তাঁরা। পরে ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে পরিবারকে জানালে তার মা বাদী হয়ে ঘটনার দিনই ফরিদগঞ্জ থানায় বিচার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগটির সত্যতা নিশ্চিত করে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা রুজু করা হয়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, 'এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। অপর একজন পলাতক রয়েছেন, তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।'  

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

মেঘনা নদীতে মাটি বহনকারী দুই বাল্কহেডসহ আটক ৯

স্বর্ণ ও ইয়াবার বিনিময়ে অনুপ্রবেশ রোহিঙ্গাদের

কক্সবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান জসীমের বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ

পাহাড় কাটা নিয়ে টম অ্যান্ড জেরি খেলতে পারব না: পরিবেশ উপদেষ্টা

ফেনী পলিটেকনিক ছাত্রাবাসে থাকার জন্য লাগবে ডোপ টেস্ট সনদ

বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

বিষাক্ত গ্যাস শোধন পদ্ধতি ‘উদ্ভাবন’ খুদে শিক্ষার্থীদের

বেগমগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে

সেকশন