কারাবন্দী সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার বেলা ১১টায় কারাগার থেকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়। তবে, তাঁর অসুস্থতা তেমন গুরুতর কিছু নয় বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।
এ বিষয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বলেন, ‘সাবেক এমপি নদভী বুকে ব্যথা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোমর ব্যথাসহ নানা রোগে ভুগছিলেন।
আজ (রোববার) সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাই তাঁকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি সেখানে ভর্তি আছেন বলে জানান এ কর্মকর্তা।
আবু রেজা নদভীকে গত বছরের ১৫ ডিসেম্বর রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় কলেজছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
সেখান থেকে গত ১২ জানুয়ারি তাঁকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। ওই দিন পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সাতকানিয়া ও লোহাগাড়া থানার পাঁচ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।
উল্লেখ, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ আসন থেকে আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হলেও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেবের (স্বতন্ত্র প্রার্থী) কাছে পরাজিত হন। ৫ আগস্ট সরকার পর থেকে আত্মগোপনে ছিলেন।