কক্সবাজারের রামুতে জমি নিয়ে বিরোধে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই মো. ইয়াছিনের (২৩) বিরুদ্ধে। আজ শুক্রবার সকাল ৯টায় উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত আয়ুব আলী (২৫) ওই এলাকার মৃত বশির আহমদের ছেলে। ঘটনার পর থেকে ইয়াছিন পলাতক থাকায় পুলিশ তাঁর স্ত্রীকে আটক করেছে। ইয়াছিন পেশায় পশু চিকিৎসক।
খুনিয়াপালং ইউনিয়নের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আব্দুল্লাহ বিদ্যুৎ বলেন, বড় ভাই আয়ুব আলীর সঙ্গে ছোট ভাই ইয়াছিনের মধ্যে দীর্ঘদিন ধরে মায়ের মালিকানাধীন জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে মামলাও চলছে। এর জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
রামু থানার উপপরিদর্শক (এসআই) হিমেল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার সকালে জমি বিরোধের জেরে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই খুন হয়েছে বলে—৯৯৯ নম্বরে কল করে পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘটনায় জড়িতরা পালিয়ে যায়। পরে ঘটনায় জড়িত ছোট ভাই ইয়াছিন পালিয়ে গেলেও তার স্ত্রীকে পুলিশ আটক করেছে।
এসআই হিমেল রায় আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।