ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাইপাসের পাশে গরুসহ একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। শুক্রবার ভোরে স্থানীয় লোকজনকে গাড়িটি উদ্ধার করতে দেখে চালক পালিয়ে যায়।
পুরোনো একটি প্রাইভেটকারের দুজনের বসার সিটের জায়গায় ঢোকানো হয় আস্ত একটা গাভি। গরু চুরি করে পালানোর সময় গাড়িটি সড়কের পাশে খাদে পড়ে গেলে গাড়ি ও গরু ফেলেই পালিয়ে যায় চোর।
পুলিশ ও স্থানীয়রা জানান, ‘আজ শুক্রবার ভোরে পথচারীরা বড়তাকিয়া বাজার এলাকা দিয়ে যাওয়ার সময় সড়কের পাশ থেকে গরুর গোঙানির আওয়াজ শুনতে পান। পরে কয়েকজন পথচারী সড়কের পাশের খেতে একটি সাদা রঙের পুরোনো প্রাইভেটকার পড়ে থাকতে দেখেন। গাড়ির কাছে গিয়ে দেখা যায়, ভেতরে একটি গরুকে ঢুকিয়ে রাখা হয়েছে। পরে হাইওয়ে পুলিশের সাহায্য নিয়ে ক্রেনের মাধ্যমে গাড়িটি সড়কে তুলে আনা হয়। গাড়ির দরজা ভেঙে ওই গরুকে মুক্ত করা হয়।’
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. মাহবুব আলম বলেন, রাতের কোনো এক সময় আশপাশের এলাকা থেকে গরুটি চুরি করে গাড়িতে তুলে চোর পালাচ্ছিলেন বলে মনে হচ্ছে। বড়তাকিয়া বাজার এলাকায় এসে দুর্ঘটনা ঘটলে তাঁরা গরুসহ গাড়িটি ফেলে পালিয়ে গেছেন। গাড়িটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।