Ajker Patrika
হোম > অপরাধ > চট্টগ্রাম

‘হুজুর বেয়াদবি কাজ করেছে, তাই মাদ্রাসা থেকে পালিয়ে যাচ্ছি’

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

‘হুজুর বেয়াদবি কাজ করেছে, তাই মাদ্রাসা থেকে পালিয়ে যাচ্ছি’

‘সিহাব হুজুর বেয়াদবি কাজ করে, আমি অসুস্থ হয়ে পড়েছি; তাই মাদ্রাসা থেকে পালিয়ে যাচ্ছি।’ এভাবেই বলছে এগারো বছরের শিশুটি। সে চট্টগ্রামের আনোয়ারা বখতিয়ারপাড়া তরতীলুল কোরআন মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। 

গতকাল রোববার মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনকে এসব কথা বলে জাহেদুল। তবে মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, কথাগুলো সঠিক নয়, সিহাব হুজুর ছুটিতে আছেন। 

স্থানীয়রা জানান, শিশুটি বখতিয়ারপাড়া তরতীলুল কোরআন মাদ্রাসার উত্তর দিকে সড়কের পাশের একটি দোকানে বসে কাঁদছিল। লোকজন তার কাছে কারণ জানতে চাইলে জানায়, সে মায়ের কাছে যাবে কিন্তু টাকা নেই। পরে জানায়, সে বখতিয়ারপাড়া তরতীলুল কোরআন মাদ্রাসার ছাত্র, সিহাব হুজুর বেয়াদবি কাজ করেছে, সে অসুস্থ হয়ে পড়লে ওষুধও খাওয়ায়, তাই পালিয়ে যাচ্ছে। পরে স্থানীয়রা তাকে মাদ্রাসায় পাঠিয়ে দেয়। 

এ বিষয়ে শিশুটির মা বলেন, ‘আমার ছেলে হুজুরের অধীনে আছে। সিহাব হুজুর কী করছে সেটা আমি জানি না। ছেলেকে জিজ্ঞেস করলে সে উল্টাপাল্টা কথা বলতেছে। দুই বছর ধরে ওই মাদ্রাসায় পড়ছে, কখনো পালিয়ে আসেনি। এবার বাড়ি আসার পর সে মাদ্রাসায় যেতে চাচ্ছে না, আমি তাকে অনেক বুঝিয়ে মাদ্রাসায় রেখে এসেছি। এখন হুজুর বলছেন, ছেলেটি হুজুরের বিষয়ে বদনাম করায় ওই মাদ্রাসায় আর রাখবে না।’ 

জানতে চাইলে মাদ্রাসার পরিচালক মো. সাইফুল্লাহ্ মোবাইল ফোনে আজকের পত্রিকা’কে বলেন, ‘আমার নম্বর কে দিয়েছে সেটা বলেন।’ এরপর কোনো উত্তর না দিয়ে সংযোগ কেটে দেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ বলেন, এ ঘটনার কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন।

আরও খবর পড়ুন:

চট্টগ্রামে প্রতি লিটার খোলা সয়াবিন ১৬০ টাকা নির্ধারণ

বান্দরবানে ২০ রোহিঙ্গাকে আটক করল বিজিবি

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

কসবায় স্ত্রী-শ্যালিকাকে হত্যা: চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

টেকনাফে অপহরণকারীর আস্তানায় মিলল ১১ নারী ও শিশু

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ

মাতামুহুরী নদীতে মিলল নিখোঁজ কিশোরের হাত-পা বাঁধা লাশ

চট্টগ্রামে খোলা সয়াবিন তেলের দাম লিটার ১৬০ টাকা নির্ধারণ করে দিল প্রশাসন

রাঙামাটিতে পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

বিএনপি ক্ষমতায় গেলে ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে: এ্যানী