রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগতিতে বিশেষ অভিযানে ছয় মাসের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার পৌর আসলপাড়া এলাকার বাসিন্দা মৃত মতিউর রহমানের ছেলে মো. খোকন (৪৫) ও উপজেলার চর কলাকোপা এলাকার বাসিন্দা আবদুর রবের ছেলে মো. বাবুল (৪৩)।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।