হোম > অপরাধ > চট্টগ্রাম

নারী পাচারকারীদের আইনের আওতায় আনার দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

রাঙামাটি প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম থেকে চীনসহ বিভিন্ন দেশে নারী পাচারে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। আজ সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে এই মানববন্ধন হয়।

মানববন্ধনে পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়ের মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, একটি সংঘবদ্ধ চক্র পাঁচ বছরের বেশি সময় ধরে পার্বত্য চট্টগ্রাম থেকে দরিদ্র অসচেতন ও অশিক্ষিত পরিবারগুলো চিহ্নিত করে তাদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে চীনসহ বিভিন্ন দেশে পাচার করছে। বিভিন্ন গণমাধ্যমে ইতিমধ্যে তা প্রকাশ পেয়েছে। পাচার হওয়া নারীরা হুমকির মুখে পড়েছেন। পাচারকারীদের এখনই রোধ করা না গেলে পার্বত্য চট্টগ্রাম বড় সংকটের মুখে পড়বে।

বক্তারা আরও বলেন, এ ঘটনায় এখনো বড় মাফিয়া চক্রের সদস্যরা ধরা পড়েনি। জঘন্য এই কাজ যারা করছে, তাদের শিকড় নির্মূল করতে হবে। না হলে এরা আবার মাথাচাড়া দিয়ে উঠবে।

শিক্ষাবিদ শিশির চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সিএইচটি উইমেন্স রিসোর্স নেটওয়ার্কের সমন্বয়ক আইনজীবী সুস্মিতা চাকমা, শিক্ষক আনন্দ জ্যোতি চাকমা, বাংলাদেশ মহিলা পরিষদের নেত্রী আইনজীবী পারভীন আক্তার, সমাজকর্মী প্রীতিময় চাকমা ও নবাশীষ চাকমা। সঞ্চালনা করেন মুকুল কান্তি ত্রিপুরা ও কেয়া চাকমা।

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ