হোম > অপরাধ > চট্টগ্রাম

ফেনীতে সাড়ে ৯ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

ফেনীতে ৯ হাজার ৩৩০টি ইয়াবা ও ৯০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার রাতে ফেনী শহরের পাঠানবাড়ী এলাকায় পাঁচতলা বিল্ডিংয়ের একটি ভাড়া বাসা থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন সাজেদুল আজাদ প্রকাশ দিদার (৪৫) ও ফাতেমা বেগম (৩৫)। আজাদ ফেনীর দাগনভূঞা থানার রামানন্দপুর গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে। আর ফাতেমা বেগম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার গুণবতী এলাকার মৃত আবদুল জলিলের মেয়ে। 

র‍্যাব-৭ জানায়, কতিপয় মাদক কারবারি শহরের পাঠানবাড়ী (কদমতলা) এলাকায় বাদশা মিয়ার মসজিদসংলগ্ন একটি পাঁচতলা বিল্ডিংয়ের পাঁচতলার বাসায় একটি কক্ষের বিছানার নিচে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে মজুত করেছেন—এমন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র‍্যাব। এ সময় সেখান থেকে ৯ হাজার ৩৩০টি ইয়াবা ও ৯০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ২ লাখ ৭০ হাজার টাকা জব্দ করা হয়।

র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেন পরস্পর যোগসাজশে সুকৌশলে মাদকদ্রব্য ইয়াবা কক্সবাজার থেকে এনে ফেনী, নোয়াখালীসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক কারবারি ও মাদক সেবনকারীদের কাছে বিক্রি করে আসছেন। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩৭ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা। 

র‍্যাব জানায়, আসামি সাজেদুল আজাদ প্রকাশ দিদারের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। যার মধ্যে জেলার দাগনভূঞায় থানায় সাতটি, ফেনী মডেল থানায় তিনটি মাদক মামলা ও একটি চুরির মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ