হোম > সারা দেশ > কুমিল্লা

ঈদে বাড়িতে আসা চৌদ্দগ্রামের সেই মুক্তিযোদ্ধা কানুর বাড়িতে হামলা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার চৌদ্দগ্রামে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছনার শিকার হওয়া সেই বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই ওরফে কানুর বাড়ির লোহার দরজা কুপিয়ে ভাঙার চেষ্টা করেছে হামলাকারীরা। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার চৌদ্দগ্রামে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছনার শিকার হওয়া সেই বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই ওরফে কানুর বাড়িতে এবার হামলার অভিযোগ পাওয়া গেছে। চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামে গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ঘটনাটি ঘটে। পরিবারের অভিযোগ, যারা তাঁকে লাঞ্ছিত করেছিল, তাদের নির্দেশেই এ হামলার ঘটনা ঘটেছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ আজ শুক্রবার সন্ধ্যায় বলেন, ‘রাতেই ঘটনার খবর পেয়ে দ্রুত আমরা মুক্তিযোদ্ধার বাড়িতে যাই। এ সময় মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। তারা বাড়ির গেট ও দরজা-জানালায় ভাঙচুর চালালেও ঘরে ঢুকতে পারেনি। আগে যারা ঘটনা ঘটিয়েছে, তারাই হামলায় জড়িত কি না, তার তদন্ত চলছে।’

শুক্রবার রাত ৮টার দিকে আবদুল হাই কানুর ছেলে গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, ‘আমার বাবাকে জুতার মালা পরিয়ে অপমান ও মারধরের ঘটনার প্রায় সাড়ে তিন মাস অতিবাহিত হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হলেও ঘটনার হোতাসহ আসামিরা এখনো গ্রেপ্তার হয়নি। বৃহস্পতিবার রাতে তারাই হামলার ঘটনা ঘটিয়েছে।’ তিনি আরও বলেন, ‘হামলাকারীরা ৩০-৩৫ জন ছিল। বাবাকে জুতার মালা পরানোর মামলার প্রধান আসামিসহ কয়েকজন হামলায় নেতৃত্ব ও ইন্ধন দিয়েছে। লাঞ্ছনার পর থেকে বাবাসহ আমরা ফেনীতে ছিলাম। প্রশাসনের আশ্বাসে পরিবারের সবাইকে নিয়ে বাড়িতে আসি ঈদ করতে। এমন পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার রাতের অন্ধকারে বাড়িঘরে হামলা-ভাঙচুর চালানো হয়েছে।’

মুক্তিযোদ্ধা আবদুল হাই বলেন, ‘যারা আমাকে লাঞ্ছিত করেছিল, তারাই আমার বাড়িতে হামলা চালায়। হামলাকারীদের হাতে রামদা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। তারা বাড়ির গেট, ঘরের দরজা-জানালায় কুপিয়েছে। ঘরে ঢুকতে পারলে আমাকে প্রাণেই মেরে ফেলত।’

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার