হোম > অপরাধ > চট্টগ্রাম

শ্রমিককে পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলে নির্মাণশ্রমিককে পিটিয়ে আহত করে নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা গতকাল রোববার রাতে চাটখিল থানায় অভিযোগ করেছেন।

আহত শ্রমিকের নাম মাইমুল হাসান (২১)। তিনি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পরানপুর মিছাব বাড়ির মনির হোসেনের ছেলে। মাইমুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

অভিযোগে জানা গেছে, স্থানীয় বাসিন্দা মো. শাওন (২২) ও এক কিশোরের (১৭) নেতৃত্বে ৫-৬ জন রোববার রাতে পরানপুর এতিমখানা মাদ্রাসা মার্কেটের সামনে মাইমুলকে পিটিয়ে তার সঙ্গে থাকা নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আহত শ্রমিকের বাবা মনির হোসেন বলেন, এই ঘটনার পর থেকে হামলাকারী কিশোর গ্যাংয়ের সদস্যরা তাঁদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে আসছে। তাঁরা হাসপাতাল থেকে বাড়িতে গেলে আবারও হামলার আশঙ্কা করছে।

চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন