হোম > অপরাধ > চট্টগ্রাম

১০০ কেজি গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি থেকে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সেই সঙ্গে তাঁদের ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে। কাভার্ড ভ্যানটিতে বিশেষ কায়দায় তাঁরা মাদক পাচার করছিলেন বলে পুলিশ জানিয়েছে।

আজ সোমবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির দক্ষিণ শতানন্দি এলাকায় কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালানো হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরগুনা জেলার আমতলী থানার হরিম তুমরা এলাকার বাসিন্দা, কাভার্ড ভ্যানচালক মো. মিজানুর রহমান (২৮) এবং তাঁর সহযোগী কুমিল্লার মুরাদনগর বাঙ্গরা থানার কুরুন্ডি এলাকার বাসিন্দা মো. শাহাবুদ্দিন সুমন (২৩)। 

পুলিশ বলছে, আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির দক্ষিণ শতানন্দি এলাকায় অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় একটি কাভার্ড ভ্যান সন্দেহজনকভাবে দ্রুত চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করে। তখন ডিবি পুলিশের তল্লাশি দল হলুদ রঙের ওই কাভার্ড ভ্যানটি আটক করে। পরে গাড়িটি তল্লাশি করে এর ভেতর বিশেষ কায়দায় লুকানো ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজাসহ গাড়িটি জব্দ করে এর চালক ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করা হয়। 

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেস বড়ুয়া আজকের পত্রিকাকে জানান, গ্রেপ্তার ব্যক্তিরা গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে কিনে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। এ বিষয়ে ডিবি পুলিশের উপপরিদর্শক মো. মিজানুর রহমান বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় মামলা করেছেন।

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ