হোম > অপরাধ > চট্টগ্রাম

কুমিল্লায় নিজের চেম্বারে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত চিকিৎসকের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীতে সন্ত্রাসী হামলায় আহত শিশুরোগ বিশেষজ্ঞ ডা. জহিরুল হক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার সকাল সাড়ে ৬টায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহতের চাচা ডা. এ কে এম আব্দুস সেলিম মৃত্যুর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।

জানা যায়, কুমিল্লায় চেম্বারে জহিরুল হক নামে এক শিশুরোগ চিকিৎসকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আহতাবস্থায় প্রথমে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (২১ অক্টোবর) নগরীর রেসকোর্সে শাপলা টাওয়ারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার কুমিল্লার রেসকোর্সে শাপলা টাওয়ার পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্বে শিশু চিকিৎসক জহিরুল হককে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে স্বজনেরা তাঁকে বেসরকারি ইউনাইটেড হাসপাতালে ভর্তি করে।

ভবনের বাসিন্দারা জানান, একই ভবনের বাসিন্দা সালাহউদ্দিন মাহমুদ পাপ্পু ও তাঁর স্ত্রী-সন্তানেরা মিলে ডা. জহিরুল হকের ওপর হামলা করেছেন।

চিকিৎসকের স্ত্রী হিমি বলেন, ‘পাপ্পু একজন সন্ত্রাসী ও চাঁদাবাজ। তাঁর বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে। সে আমাদের কাছে চাঁদা চেয়েছিল। চাঁদা না দেওয়ায় আমাদের ওপর হামলা করেছে।’  

নিহতের চাচা ডা. এ কে এম আব্দুস সেলিম আজকের পত্রিকাকে বলেন, আজ সোমবার সকাল
সাড়ে ৬টায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে জহিরুল মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহ ময়নাতদন্ত ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে ঢাকায় একটি জানাজা হবে। তারপর মরদেহ কুমিল্লায় আনা হবে। কুমিল্লায় জানাজা শেষে দাফন করা হবে। 

এদিকে চিকিৎসকের ওপর হামলার ঘটনার নিন্দা ও নিহত হওয়ার পর শোক জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিপিএমপিএ কুমিল্লা শাখার সভাপতি ডা. এ কে এম আবদুস সেলিম ও সাধারণ সম্পাদক ডা. তৌফিকুন্নবী খান লিটন, বিএমএ কুমিল্লার সভাপতি আবদুল বাকী আনিছ ও সাধারণ সম্পাদক আতাউর রহমান, স্বাচিপ কুমিল্লার সভাপতি আবদুল বাকী আনিছ ও সাধারণ সম্পাদক মোরশেদুল আলমসহ অন্যরা।

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ