ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরমথুরা গ্রামে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে এলাকা। এ ঘটনায় অভিযুক্তের বিচারের দাবিতে আজ বুধবার সকালে বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন করেছে স্থানীয় সচেতন মহল ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় মানববন্ধনকারীরা স্থানীয় প্রভাবশালী চক্রসহ সংশ্লিষ্ট প্রশাসনের বিরুদ্ধে দায়িত্ব অবহেলা ও অভিযুক্ত মেহেদী হাসান বাবু (২৫) ওরফে হৃদয়কে পালিয়ে যাওয়ায় সহযোগিতা করার অভিযোগে বিক্ষোভ করেন তাঁরা।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযুক্ত মেহেদী হাসান বাবুকে আইনের আওতায় এনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান।
এর আগে গত ৯ ডিসেম্বর বিকেলে অভিযুক্তের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় নার্সারিতে পড়ে। অভিযুক্ত মেহেদী হাসান বাবু প্রতিবেশী মো. নজির আহাম্মদ মিজির ছেলে।
এ দিকে ঘটনার দিনই মামলা হলেও প্রশাসন অভিযুক্তকে আটক করতে পারেনি। স্থানীয়দের দাবি পুলিশ অভিযুক্ত হৃদয়কে পালিয়ে যেতে সহায়তা করেছে।
বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ‘ঘটনার দিন রাতেই বিষয়টি নিয়ে থানায় মামলা রুজু করা হয়েছে। আমরা ইতি মধ্যে কয়েক স্থানে আসামিকে আটকের অভিযান চালিয়েছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে আসামিকে আইনের আওতায় নিয়ে আসতে পারব।’