হোম > অপরাধ > চীন

চীনে কিন্ডারগার্টেনে ছুরি হামলায় তিন শিশুসহ নিহত ৬

অনলাইন ডেস্ক

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে একটি কিন্ডারগার্টেনে ছুরিকাঘাতে তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। আজ সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় লিয়ানজিয়াং শহরে ২৫ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ। খবর বিবিসির। 

স্থানীয় একজন নগর কর্মকর্তার বরাত দিয়ে ফ্রান্সের সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। তাঁরা হলেন এক শিক্ষক এবং দুজন বাবা-মা। অন্য ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ এ হামলাকে ইচ্ছাকৃত আক্রমণ বলে অভিহিত করেছে। হামলাকারীকে ৮টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। 

কিন্ডারগার্টেনের কাছে কাজ করা এক দোকানের মালিক বিবিসিকে বলেন, আশপাশের এলাকার সব দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। 

আক্রমণের ঘটনা চীনের সোশ্যাল মিডিয়াগুলোতে ব্যাপক নানা প্রতিক্রিয়া ও তোলপাড় সৃষ্টি করেছে। 

চীনে এ ধরনের হামলার ঘটনা তুলনামূলকভাবে বিরল। তবে দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন স্কুলে বেশ কয়েকটি ছুরি হামলা হয়েছে।

গত বছরের আগস্টে দক্ষিণ-পূর্ব জিয়াংসি প্রদেশের একটি কিন্ডারগার্টেনে এক আততায়ী ছুরি হামলা চালিয়ে তিনজনকে হত্যা এবং ছয়জনকে আহত করে। ২০২১ সালের এপ্রিলে গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের বেইলিউ শহরে ছুরিকাঘাতে দুটি শিশু মারা গিয়েছিল এবং ১৬ জন আহত হয়েছিল। 

২০১৮ সালের অক্টোবরে দক্ষিণ-পশ্চিম চীনের চংকিংয়ে একটি কিন্ডারগার্টেনে ছুরি হামলায় ১৪ জন শিশু আহত হয়েছিল।

চীনা কর্তৃপক্ষ ২০১০ সাল থেকে স্কুলের চারপাশে নিরাপত্তা জোরদার করছে। সেই বছর জননিরাপত্তা মন্ত্রণালয় স্থানীয় কর্তৃপক্ষকে শিক্ষক ও ছাত্রদের নিরাপত্তা নিশ্চিতে অপরাধমূলক কর্মকাণ্ড দৃঢ়ভাবে দমন করার আহ্বান জানিয়েছিল।

২০২১ সালের এপ্রিলের হামলার পরে শিক্ষা মন্ত্রণালয় স্কুলগুলোতে জরুরী উচ্ছেদ মহড়া বাধ্যতামূলক করেছিল।

বুনো শূকরের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করল চীন

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১২৬, আহত ১৮৮

তিব্বতে ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৯৫, আহত ১৩০

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫৩

ব্রহ্মপুত্রের বাঁধ বাংলাদেশ-ভারতের কোনো ক্ষতি করবে না: চীন

চীন-তাইওয়ান একীকরণ ঠেকাতে পারবে না কেউ, বছরের শেষ হুমকি দিলেন সি

চীনে সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের যাবজ্জীবন কারাদণ্ড

সন্তান নেওয়ার জন্য বাড়ি বাড়ি ফোন করছে চীন সরকার

চীনের নতুন ডিজাইনের দুই স্টিলথ যুদ্ধবিমানের ছবি নিয়ে জল্পনা

ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ বানাচ্ছে চীন, প্রভাব পড়বে ভারত–বাংলাদেশেও

সেকশন